শিরোনামঃ

আজ শনিবার / ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৩:৪৩

বড়াইগ্রামে ছাত্রলীগ নেতা খুনের ১৭দিন পর ৫ আসামীর আত্মসমর্পন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে হাতুড়ি পেটায় ছাত্রলীগ নেতা সোহেল রানা (২৮) খুন হওয়ার ১৭ দিন পর প্রধান ২ আসামী বাদে বাকী ৫ আসামী আদালতে আত্মসমর্পন করেছে। বুধবার বিকেলে নাটোর বড়াইগ্রাম আমলী আদালতে হত্যা মামলার ৭ আসামীর মধ্যে ৫ জন আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আত্মসমর্পনকৃত আসামীরা হলেন, উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা গ্রামের রফিক মৃধার ছেলে নয়ন (২৬), আব্দুস ছামাদ মোল্লার ছেলে সজীব (৩০), মৃত ফয়েজ মোল্লার ছেলে মোহাম্মদ আলী (৬০), মৃত ফকির মৃধার ছেলে রফিক মৃধা (৬০) ও মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
গত ২ জুন উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা দনিপাড়া এলাকার ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে একই এলাকার কয়েক যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেল রানাকে হত্যা করে। সোহেল ওই গ্রামের খলিল প্রামাণিকের একমাত্র ছেলে। সে জেলা আওয়ামী ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এ ঘটনায় নিহত সোহেলের পিতা খলিল প্রামাণিক বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান দুই আসামী একই গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে রাজিব (২৩), মোহাম্মদ আলীর ছেলে সাগর (২৩) পলাতক রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম আত্মসমর্পনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক দুই আসামীকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap