শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ২৬শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৯ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১লা জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ২:০২

বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে শার্শা অঞ্চলে মানববন্ধন

জাকির হোসেন, শার্শা যশোর : বিড়ির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে যশোরের বৃহত্তর শার্শা অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের ব্যানারে পথসভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
এ সময় ৭দফা দাবির কথা বলেন। ৭দফা দাবির বিষয়গুলো হচ্ছে- বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার করতে হবে, ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করতে হবে, বিদেশি সিগারেট বাংলাদেশে বন্ধ করতে হবে, বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করে হবে, বিড়ি যেন কমমূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা বড়ায় রাখতে হবে, বাংলাদেশে সিগারেট যতদিন থাকবে বিড়ি শিল্প ততদিন থাকবে, প্রতিবছর বাজেটে বিড়ি সিগারেটের কর বৈষম্য দূর করতে হবে।
বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে সোমবার বেলা ১১ ঘটিকার সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের নাভারণ সাতক্ষীরা মোড়ে এই পথসভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে উল্লেখ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া কুটির শিল্প তথা বিড়ি শিল্পের প্রতিবছর বিড়ির দাম বৃদ্ধি করা হয় এবং বছর এলেই আমরা আতঙ্কে থাকি কখন এর মূল্য আবারো বেড়ে যায়।
বক্তারা অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, সিগারেটের উপর প্রয়োজনে অতিরিক্ত কর বসিয়ে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে। তা না হলে বিড়ি ধুমপায়ীরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধনে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোক্তা পক্ষের সাধারণ সম্পাদক মুনসুর আলী, মায়া খাতুন, আবু রাসেল, বিজল, মোজাম্মেল হক, আমিনুর রহমান প্রমূখ। উক্ত মানববন্ধন শেষে ৮৫, যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন এর মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর ৭ দফা দাবিতে স্মারক লিপি প্রদান করেন আকিজ গ্রুপের নাভারণ শাখার এ্যাসিষ্ট্যান্ট ম্যানেজার শান্ত কুমার সাহাসহ ভোক্তা পক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap