শিরোনামঃ

আজ সোমবার / ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৪:৫২

বন্ধু বিদায় বলো না

    ৷৷৷৷ সেলিনা হোসেন৷৷৷৷ 

তুমি যাবার কথা আমাকে বলেছো।
আমার শুনার কথা তাই শুনছি।
যাব কি যাবনা সে কথাটা পরে
ভেবে আমি তোমাকে বলছি!

কতো শতো দিন বলেছো দেখা করবার কথা
আমি পথ হারিয়ে খুঁজেছি পথের দিশা
চিন্তা চেতনায় কোথাও তোমাকে খুঁজে পাইনি
তাই সে পথে আর ভুল করেও পা বাড়াইনি!

কতো আলোড়ন, কতোটা প্রয়োজন ছিলে,
সে কথা কখনো ভাবনি চলে যাবার আগে
দিব্বি সংসার করছো এখন তুমি অন্যের সাথে,
কী লাভ আর আমাকে মনে করে!

যাবো কি যাবো না…
তুমি আমাকে ডেকেছিলে,
নির্ভরতার আশ্বাস দেইনি ভুল হয়ে যাবে কিনা!
তাই এক পা এগিয়েছিলাম,
আর পিছিয়েছিলাম দু’পা
স্বপনের আঁখিপল্লব মেলে খুঁজেছি তোমায়!

দেখা হয় নাই চোখ দু’খানি ছাড়া
ঢাকা ছিল তোমার মুখের আদলখানা!
পায়ে পায়ে এগিয়েছি তোমার পিছুটানে
অস্পর্শ রয়ে গেলে অধরা স্পর্শের স্বপ্নচারিণী!

কিছুটা সময় কেটেছে তন্দ্রার ভেতরে
সেতো মরীচিকা আমার সুদুরিকা।
যাবার বেলা বললে, ‘বিদায় ‘.
আমি শুধুই চোখের কার্ণিশে রাঙানোর আমেসে
নোনাজলের প্রহরায় বলেছি ভালো থেকো অহর্নিশ!

উৎসর্গ —-প্রান্ত তারা

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap