শিরোনামঃ

আজ শনিবার / ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৪:০০

প্রথম আলো’র সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও জড়িতদের শাস্তির দাবীতে চাটমোহরে মানববন্ধন

চাটমোহর অফিস : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামে বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে পাবনার চাটমোহরে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) সকাল দশটায় চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে থানা মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে স্বতস্ফুর্ত ভাবে অংশ নেন।
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে.এম আনোয়ারুল ইসলাম, বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, অধ্যক্ষ শরীফ মাহমুদ সনজু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্ত্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি জয়দেব কুন্ডু, চড়–ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, চ্যানেল টোয়েন্টি ফোরের পাবনা প্রতিনিধি শাহীন রহমান, প্রভাষক ইকবাল কবীর রনজু, বিপ্লব আচার্য্য, মাসুদ রানা, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জিয়ারুল হক সিন্টু, সাধারণ সম্পাদক মোতালিব হোসেন, সামাজিক সংগঠন চেতনায় চাটমোহরের প্রতিষ্ঠাতা ও চিত্র গৃহের পরিচালক জেমান আসাদ, তারুণ্যের আলোর সভাপতি মেহেদী হাসান মিলন, চাটমোহর যুব সোসাইটির দপ্তর সম্পাদক হুমায়ুন আহম্মেদ প্রমুখ এ মানব বন্ধনে বক্তব্য রাখেন।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, অনতিবিলম্বে তার মুক্তি ও তাকে হেনস্তা করার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ ঘটনার তীব্র নিন্দাও জানান তারা।
এসময় অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সহ সভাপতি ইশারত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, কালের কন্ঠ প্রতিনিধি লতিফ রনজু, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, ভোরের পাতা প্রতিনিধি তুষার ভট্টাচার্য্য, টিএনবি সম্পাদক জাকির সেলিম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার,
আমাদের সময় প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল বিশ্বাস, যায় যায় দিন প্রতিনিধি আতাউর রহমান স্বপন, সাংবাদিক দেওয়ান জামিউল ইসলাম কাবলী, মোহাম্মদ আলী জিন্নাহ, সোহেল খান, মহিদুল ইসলাম খান, সুদিপ্ত কর্মকার, ইফতেখার টুটুল, তোফাজ্জল হোসেন বাবু, মোহাইমিনুল হালিমসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap