শিরোনামঃ

আজ মঙ্গলবার / ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৩০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২১শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৭:৫৬

পাষান্ড স্বামীর হাতে গৃহবধূ খুনের অভিযোগ

নাজিম হাসান, রাজশাহী থেকে: রাজশাহীর বাগমারা উপজেলার পাইকপাড়া গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করেছে পাষান্ড স্বামী বলে অভিযোগ উঠেছ। নিহত ওই গৃহবধূর নাম কল্পনা বেগম (৩২)। পুলিশ গতকাল রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এঘটনায় নিহতের বড় ভাই বাচ্চু রহমান থানায় গিয়ে নিজে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ে করেছে। এদিকে ঘটনা পর পরই স্বামী আসমান আলী (৫০) স্ত্রীর মরদেহ রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মোহাম্মাদপু গ্রামের আহম্মাদ আলীর মেয়ে কল্পনার বছর ছয়েক আগে বিয়ে হয় একই এলাকা শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বিপতœীক আসমান আলীর সাথে। বিয়ের এক বছর পর থেকেই গৃহবধূকে অত্যাচার করত বলে গৃহবধূর আত্মী স্বজনরা জানান।

দাম্পত্য কলহের জের ধরেই কল্পনার স্বামী আসমান আলী শনিবার রাতে উপর্যুপরি পরিমান মারপিট ও গলাটিপে হত্যা করে বলে তারা দাবি করেন।স্থানীয় প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ওই বাড়িরে কাউকে না দেখে উৎসাহী প্রতিবেশীরা বাড়ির ভিতরে যায়। সেখানে গৃহবধূ কল্পনার লাশ দেখে থানায় খবর দেয়। পওে পুলিশ রোববার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে। নিহতের মা রাহেলা জানান, আমার মেয়েকে মাথা, হাত ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে পরে গলাটিপে হত্যা করা হয়েছে।

এর পূর্বেও তার ওপর মাঝে মাঝে স্বামী নির্যাতন করতো। এ ঘটনার এক বছর পরই আবারো পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে বাগমারা থানার (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গৃহবধূর মাথায়, হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত গৃহবধূর লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তত করে ময়নাতদন্তের জন্য দুপুরে মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে শরীরে নির্যাতনের চি‎হ্নি‎ দেখে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আসমান আলী পরাতক রয়েছে বলে জানান তিনি ওসি।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap