শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ১০:৩৩

পাবনা ৩ আসনে ভোট যুদ্ধ হবে নৌকা ও ট্রাক

চাটমোহর প্রতিনিধি : সকল জল্পনা কল্পনা শেষে আজ ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পাবনা ৩ এলাকায় প্রার্থী একাধিক থাকলেও মুলত ভোট যুদ্ধ হবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকে। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, তিনবারের এমপি মোঃ মকবুল হোসেন (নৌকা), আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ হামিদ মাস্টার (ট্রাক), জাপা (এ) মনোনীত মীর নাদিম মোস্তফা ডাবলু (লাঙ্গল), জাসদ ইনু মনোনীত আবুল বাশার শেখ (মশাল), সুপ্রিম পার্টি মনোনীত মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা), বাংলাদেশ কংগ্রেসের আজিজুল হক সুমন (ডাব), গণতন্ত্রী পার্টির খায়রুল আলম (কবুতর) এবং ন্যাশনাল পিপলস পার্টির মোঃ বেল্লাল মোল্লা (আম)। এরমধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ হামিদ মাস্টার। কিছুটা প্রচারণা চালিয়েছেন জাপা (এ) প্রার্থী নাদিম মোস্তফা ডাবলু ও জাসদ প্রার্থী আবুল বাশার শেখ। জয়ের ব্যাপারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী দু’জনেই আশাবাদী।
স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ হামিদ মাস্টার দৈনিক আমাদের বড়ালকে বলেছেন, ভোটারদের ভালবাসাই ট্রাক প্রতিকের একমাত্র ভরসা। তারা কেন্দ্রে এসে ট্রাক ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে। ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ট্রাকের পক্ষে ভোট বিপ্লব ঘটবে। কারণ ট্রাকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী মোঃ মকবুল হোসেন বিভিন্ন সভা-সমাবেশে বলেছেন, পাবনা-৩ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। কেউ বলতে পারবেনা আমি ১০ টাকা কারো কাছ থেকে নিয়েছি। আমার বাড়িতে গিয়ে কেউ ফিরে আসেনি। তিনি অতীতের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার জয় হবে। পাবনা-৩ এলাকার মানুষের জয় হবে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ নৌকার জয় নিয়েই ঘরে ফিরবে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap