শিরোনামঃ

আজ রবিবার / ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৬শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:০৩

পাবনায় ১ কেজি পটলে ৪ কেজি পিঁয়াজ

শেখ তৌফিক হাসান, সুজানগর (পাবনা) : পাবনার হাট-বাজারে পটলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। রমজান মাস আসার আগেই উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি পটল ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পক্ষান্তরে উপজেলার হাট-বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে।

এ হিসাবে ৪থেকে ৫কেজি পিঁয়াজ বিক্রি করে ১কেজি পটল কিনতে হচ্ছে। উপজেলার মানিকহাট গ্রামের পিঁয়াজ চাষি মোজাহার আলী মোল্লা বলেন এ বছর ১০বিঘা জমিতে পিঁয়াজ আবাদ করেছিলাম। ফলনও হয়েছিল বেশ ভাল। কিন্তু হাট-বাজারে পিঁয়াজের একদম দাম নেই। বরং পিঁয়াজের চেয়ে পটলের দাম অনেক বেশি।

বর্তমান বাজার মূল্যে ৪থেকে ৫কেজি পিঁয়াজ বিক্রি করে ১কেজি পটল কিনতে হচ্ছে। তাছাড়া হাট-বাজারে পিঁয়াজের চেয়ে অন্য যেকোন সবজির দাম অনেক বেশি। অথচ পিঁয়াজ সুজানগরের প্রধান অর্থকরি ফসল। ফলে পিঁয়াজের বর্তমান এ বাজারে পিঁয়াজ চাষিরা হতাশ। তবে পটল চাষিরা ৬০থেকে ৭০টাকা কেজি দরে পটল।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap