শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সন্ধ্যা ৭:৫২

পাবনায় রোদের দেখা নেই চারদিন, জনজীবনে ভােগান্তি

পাবনা অফিস : গত চারদিন সূর্যের দেখা নেই। শীতেরও তীব্রতা রয়েছে। ফলে জনজীবনে নেমেছে ভোগান্তি। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের। শীতকালীন রোগবালাই বৃদ্ধি পাচ্ছে। ঘন কুয়াশায় প্রায় সারাদিনই ঢাকা থাকছে। শৈত্য প্রবাহের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্থ হয়ে পড়েছে চাটমোহরসহ পাবনার ৯টি উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে নতুন বা পুরাতন সব ধরনের কশীত কাপড়ের দোকানে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের বেচাকেন।
চাটমোহর, পাবনার সদর, বেড়া উপজেলার সবচেয়ে বড় পুরাতন কাপড়ের দোকান রয়েছে সিএন্ডবি বাসষ্ট্যান্ড সংলগ্ন চতুর বাজারে। সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে শীতের শুরুথেকেই প্রচুর শীতের কাপড়ের আনা হয়েছে। কিন্তু শীতের সময়ে শীতের তীব্রতা না থাকায় ব্যবসায়ীরা লোকসান গুণছিল। তবে পৌষের শেষে এসে তীব্র শীত পরায় নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের উপচে পরা ভীড় হচ্ছে এসব দোকানে। তবে সুযোগ বুঝে দাম অনেক বেশি নেওয়ারও অভিযোগ রয়েছে বিক্রেতাদের বিরুদ্ধে। সিএন্ডবি চতুর বাজার ছাড়াও বেড়া বাজার, নাকালিয়া বাজার, কাশিনাথপুর বাজার, নগরবাড়ি বাজারেও পুরাতন কাপড়ের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই ভালোই বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap