শিরোনামঃ

আজ সোমবার / ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৩৫

পরীক্ষার আগে টমেটো বাজারজাত না করার নির্দেশ….খাদ্য মন্ত্রীর

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কাঁচা অবস্থায় পরিপুষ্ট টমেটো জমি থেকে তুলে হরমোন স্প্রে করার সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সেখান উপস্থিত হয়ে টমেটো পরীক্ষার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার ও কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামকে।

শনিবার সকালে খাদ্যমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসার পথে গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় টমেটোতে হরমোন স্প্রে করতে দেখেই তিনি গাড়ি থেকে নামেন। এবং তিনি কেন টমেটোতে স্প্রে করা হচ্ছে সে ব্যাপারে কথা বলেন কৃষকদের সাথে। এসময় ডাকেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকেও। এরপর তিনি পরীক্ষা আগে টমেটো বাজারজাত না করার নির্দেশ দেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,আমরা মন্ত্রী সাহেবকে বোঝানোর চেষ্টা করেছি যে হরমোনের মাত্রা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তারপরেও তিনি আবার পরীক্ষার নির্দেশ দিয়েছেন। এছাড়া মন্ত্রী ঢাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন। সেখান থেকে একটি দল ভ্রাম্যমাণ ল্যাবরেটরি নিয়ে আসবেন।

তাদের পরীক্ষার পরই টমেটো বাজারজাত করার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তিনি আরো জানান, ইতিপূর্বে তারা টমেটোর হরমোনের মাত্রা পরীক্ষা করেছেন। এতে দেখা গেছে, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আর খুব স্বল্প সময়ই টমেটোর ওপরে হরমোনটি থাকে। তাই তারা টমেটোতে এই হরমোন স্প্রে করতে কোনো বাধা দেন না।

কিন্তু তারপরেও নেতিবাচক প্রচারণায় টমেটোর বাজার খারাপ হয়ে আসছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে দিন দিন টমেটো চাষ কমছে। উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলা অর্থনীতিতে টমেটো চাষের প্রভাব অনেক। প্রতি মৌসুমে এখানে প্রায় ৫০০ কোটি টাকার লেনদেন হয় টমেটোকে নিয়ে। কয়েক বছর আগেও শীতকালে গোদাগাড়ী উপজেলায় প্রায় চার হাজার হেক্টর জমিতে হাইব্রীড জাতের টমেটো চাষ হতো। কিন্তু কয়েক বছর থেকে চাষের পরিমাণ কমে গেছে। এবং চলতি মৌসুমে ১ হাজার ২৫০ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap