শিরোনামঃ

আজ মঙ্গলবার / ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৩:৫১

নিশার পিরিতি

            নাজনীন নাহার

সুজন মাঝি গো!
আমি তোমারে কত্ত কইরা কইলাম,
তুমি আর মাছের কামে নদীত যাইও না।
আমাগো দুইডা পেট চালাইবার লাইগা,
তুমি বাজারে গিয়া কুলির কাম করো।
জলেরে বড়ো ডর লাগে গো মাঝি,
বড়ো ডর লাগে।

তুমি আমার কুনো কতা হুনলা না গো মাঝি।
নয়া নয়া ইলিশ মাছের রূপালী ঝিলিকে,
তোমার পরানে নাকি খুশির নিশা লাগায়।
আমার নিশার চাইয়াও বড়ো নিশা,
তোমার নদীর নিশা।
নদী তোমারে টাইননা ধরলো,
জল তোমারে নিশা ধরাইলো।
আমি তোমারে নদীর নিশা,জলের নিশা,মাছের নিশা, ছাড়াইবার পারলাম না গো মাঝি।
ছাড়াইবার পারলাম না।

ওই হগগল নিশা তোমার দাদারে খাইছে,
ওই হগগল নিশা তোমার বাপেরে খাইছে।
মাঝি গো!
ওই হগগল নিশা আইজকা তোমারেও খাইলো।
তোমার দেহ নদীর জোয়ার জলে কোন গহিনে ভাসাইয়া নিলো।
কাল বৈশাখীর আঁতকা ঝড়ে,
তোমারে আমি হারাইয়া ফালাইলাম।

আমার পেডের মইধ্যে তোমার ছাওয়ালডারে একলা কইরা চইলা গেলা,
আমি তোমার ছাওয়ালডারে তোমার একখান কব্বরও দেহাইবার পারুম না।
মরন নিশায় আইজ তোমারে নদীর জলে কাইড়া নিলো,
অহন আমাগো কেডায় খাওয়াইবো!
কেডায় আমাগো ছাওয়ালরে পালবো!

দিন নাই রাইত নাই ,
আমি অহন নদীর ধারে পইড়া থাহি।
নদীর পানি ছলাৎ ছলাৎ কইরা,
খালি আমারে ডাক পারে।
মাঝি গো আমি তোমারে ছাইড়া বাঁচবার পারমু না,
বাঁচবার পারুম না তোমার ভালাবাসা ছাইড়া।
আমি যে তোমার নিশায়ই ডুইবা ছিলাম গো মাঝি,
তুমিই ছিলা আমার একটা মাত্র পিরিতির নিশা।
পিরিতের দোসর হারাইয়া গেলে,
জীবনডা এক্কেরে খালি অইয়া যায় গো মাঝি ;
খালি অইয়া যায়।

অহন আমি একখান কলশি লইছি,
লগে একখানা দড়ি লইছি।
রাইতের আন্ধারে আমি তোমার ছাওয়ালডারে পেডে লইয়াই,
নদীর জলে ডুইববা মরুম।
মাঝি গো!
তোমার লাহান আমারও ওই নদীর নিশা আর জলের নিশা লাগছে।

আমি অহন বুঝবার পারছি গো মাঝি,
নিশায় যদি পিরিতি লাগে;
তাইলে আর কেউ ঘরে থাকবার পারে না।
আমাগো হগগল নিশাই পিরিতির নিশা,
হগগল নিশাই মরনের নিশা;
মরনেই হগগল নিশা শেষ হয় গো মাঝি।
মরনেই হগগল নিশা শেষ হয়।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap