শিরোনামঃ

আজ শুক্রবার / ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৪৯

দিনাজপুরে পুজা উদযাপন পরিষদে কাউন্সিলে স্বরূপ বকসী বাচ্চু সভাপতি ও উত্তম কুমার রায় সম্পাদক নির্বাচিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষীক কাউন্সিলে পুনরায় স্বরূপ বকসী বাচ্চু সভাপতি এবং উত্তম কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

গত ১৩ মার্চ ২০২১খ্রিঃ রোজ শনিবার বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর মিলনায়তনে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন -২০২১খ্রিঃ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি স্বরূপ বক্‌সী বাচ্চু“র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) বাবু গোপাল চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ-কাহারোল ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবু মনোরঞ্জন শীল গোপাল (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্বাহী সদস্য সুনীল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরি চাঁদ মন্ডল।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর, রমা কান্ত রায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক সরকার, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. দ্বীজেন্দ্র নাথ, চিরিরবন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়।
এরপর দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে পুনরায় দ্বিতীয় মেয়াদের জন্য স্বরূপ বকসী বাচ্চু সভাপতি এবং উত্তম কুমার রায় সাধারণ সম্পাদক নিবার্চত হয়েছেন।
: নিউজ, স্বাধীন খবর ডটকম, জেড আলম

 

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap