শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:২৬

চিরিরবন্দরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদ্ধোধন

চিরিরবন্দর প্রতিনিধিঃ “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ (২২-২৮ মে) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভুমি অফিসের আয়োজনে র্যালী, সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন, আলোচনা সভা, ই-নামজারী, খাজনা প্রদানসহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রসিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, কৃষি কর্মকর্তা মোছাঃ জহুরা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম উদ্দীন গোলাপ, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীন সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ সংশ্লিষ্ট কমিটি, বিভাগের কর্মকর্তাগণ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে কয়েকটি ষ্টল খোলা হয়েছে। এবছর ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর প্রতিপাদ্য বিষয় “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি চলবে আগামী রবিবার পর্যন্ত। জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। ভূমি মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশের আটটি বিভাগের, ৬৪টি জেলা এবং ৫০৭টি উপজেলায়, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে গতকাল থেকে এই কর্মসূচি চলছে। জেলা, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় সম্নেলন কক্ষ অথবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হবে। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফায়েড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমি সেবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি-পিডিয়াসহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে ধারণা দেওয়া হবে। কোন ভোগান্তি ছাড়াই দেওয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা। জেলা পর্যায়ে ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এল এ কেসের ক্ষতিপুরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ করা হবে। এখন পর্যন্ত ১৭টি উপজেলায় দলিলমূল্যে নামজারি করার জন্য পরীক্ষা মূলকভাবে ই-মিউটেশন-ই-রেজিস্ট্রেশন আন্তঃসংযোগ ব্যবস্থা চালু করা হয়েছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap