শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ২:২৬

চিরিরবন্দরে পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ-

দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় পূজা-অর্চনা ও আলোচনা সভার মধ্যদিয়ে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।

প্রতিবছর বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করলেও করোনা মহামারীর কারনে গত বছরের মত এ বছরেও স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার (৩০ আগষ্ট) চিরিরবন্দর কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে ও চিরিরবন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সহযোগিতায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ চিরিরবন্দর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু গোবিন্দ চন্দ্র রায় (সভাপতি) চিরিরবন্দর উপজেলা পূজা উদযাপন কমিটি।

এসময় বিশেষ অতিথি বাবু সুনীল কুমার সাহা বলেন, “জন্মাষ্টমী উদ্ভব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরো অনুপ্রাণিত করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতেও সক্ষম হব”।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল বলেন,
হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির এই দিনে হিন্দুধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নেন তিনি। শিষ্টের পালন আর দুষ্টের দমনে শ্রীকৃষ্ণ ব্রতী ছিলেন”।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায়।

এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বাবু নিরেন্দ্র নাথ রায়, বিকাশ পোদ্দার সভাপতি জন্মাষ্টমী উদযাপন কমিটি, প্রফুল্ল কুমার ঘোষ সিনিয়র সহ-সভাপতি সৈয়দপুর কেন্দ্রীয় শ্বষানঘাট,মোঃ আলিম সরকার সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ,তাপস কুমার রায় সাধারণ সম্পাদক ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ ও চিরিরবন্দর কেন্দ্রীয় মন্দির এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সকল ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন ।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap