শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১১:৫৫

চিরিরবন্দরে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী ও সংরক্ষিত আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন ৫ জানুয়ারি ২০২১খ্রিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে চেয়ারম্যান পদে স্বামী- স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১নং নশরতপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নু-এ-আলম সিদ্দিকী নয়ন এবং তার স্ত্রী মোছাঃ মৌসুমী সুলতানা এবং ৪নং ঈসবপুর ইউনিয়নে (৭ ৮ ৯) ওয়ার্ডে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৪২ জন এবং সাধারণ সদস্যপদে ৪১৬ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা করেছেন।

গত ৯ ডিসেম্বর ২০২১খ্রিঃ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীগণ।

১নং নশরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বর্তমান চেয়ারম্যান মোঃ নুর ইসলাম শাহ্, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ নুর-এ-আলম সিদ্দিকী নয়ন, মোছাঃ মৌসুমী সুলতানা, মোঃ আব্দুল ওহাব ও সৈয়দ মাহমুদুল করিম।

২নং সাতনালা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) মোঃ নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোঃ এনামুল হক শাহ্, মোহাম্মদ আলী জিন্নাহ্, জাতীয় পার্টির মোঃ মোস্তাফিজার রহমান।

৩নং ফতেজংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) মোঃ নুর মোহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ জাবেদ আলী শাহ্ ও মোঃ মাসুদ রানা।

৪নং ঈসবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বর্তমান চেয়ারম্যান মোঃ আবু হায়দার লিটন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ নজরুল হক, মোঃ হাবিবুল্যা বাহার, মোঃ শফিকুল ইসলাম।

৫নং আব্দুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) মোঃ মোখলেছার রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোঃ ময়েন উদ্দীন শাহ্, মোঃ লুৎফর রহমান, মোঃ আবু তালেব সরকার।
৬নং অমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বর্তমান চেয়ারম্যান মোঃ হেলাল সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ ইকবাল হোসেন কাজী, মোঃ জহুরুল হক ও মোঃ শমসের আলী।

৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বর্তমান চেয়ারম্যান মোঃ হাছিবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আব্দুর রহিম, মোঃ রিপন,ও মোঃ মোকাররম হোসেন।

৮নং সাঁইতাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) সন্তোষ কুমার রায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোঃ মোকারম হোসেন, মোঃ মাহাবুর রহমান, মোঃ আশরাফ আলী ও মোঃ আইনুল হক।
৯নং ভিয়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আব্দুর রাজ্জাক শাহ্, মোঃ নুর ইসলাম ও মোঃ আজগার আলী।

১০নং পুনট্টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বর্তমান চেয়ারম্যান মোঃ নুর-এ কামাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ জাহাঙ্গীর আলম।

১১নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বর্তমান চেয়ারম্যান সুনীল কুমার সাহা,
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আজগার আলী।

১২নং আলোকডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বীরমুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ মীর্জা লিয়াকত আলী বেগ ও মোঃ তাজ উদ্দীন শাহ্।
এছাড়াও ১২টি ইউনিয়নে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৪২ জন ও সাধারণ সদস্যপদে ৪১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর ২০২১খ্রিঃ অনুষ্ঠিত হইবে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap