শিরোনামঃ

আজ রবিবার / ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৬শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১০:০৪

চাটমোহর প্রেসকাবের সভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর প্রেসকাবের এক সভা শুক্রবার সকালে সাপ্তাহিক চাটমোহর বার্তা কার্যালয়ে কাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান,

প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম,এস আলম বাবলু, দৈনিক জাগরণ প্রতিনিধি ও দৈনিক পাবনার খবরের স্টাফ রিপোর্টার মহিদুল খান, দৈনিক ভোরের দর্পন ও দৈনিক খবর বাংলা প্রতিনিধি এম,এ জিন্নাহ, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিম, দৈনিক নতুন বিশ্ববার্তার প্রতিনিধি মোঃ আবুল কাশেম, দৈনিক বাংলার বার্তা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমূখ।
সভায় চাটমোহর প্রেসকাবের মেয়াদ উত্তীর্ণ কমিটির কথিত সভাপতি, সম্পাদক গং কর্তৃক পদ পদবী ব্যবহার করে বিভিন্ন সুবিধা আদায়, প্রতারণা করা, মাদকসেবী ও অসাংবাদিকদের নিয়ে প্রেসকাবের নবগঠিত কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়। মাদকসেবী, অসাংবাদিকদের নেতা সেজে সাধারণ মানুষকে হুমকি দিয়ে অর্থ আদায়, তাফালিং করাসহ তাদের অবৈধ কর্মকান্ডের বিষয়ে চাটমোহরবাসীকে সজাগ থাকার আহবান জানানো হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রেসকাবের নবগঠিত কমিটির সদস্যরা সকল কার্যক্রম পরিচালনা করবে এবং চাটমোহর প্রেসকাব নামেই চলবে। আইনগতভাবে সবকিছুর মোকাবেলা করবে। তবে চাটমোহরের সাংবাদিক সমাজের ঐক্য অটুট রাখতে চাটমোহর প্রেসকাবের নবগঠিত কমিটি কাজ করবে।

এজন্য সকল সম্মানজনক ও শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা থাকবে। কোন মাদকসেবী, চাঁদাবাজ ও অসাংবাদিকদের মেনে নেওয়া হবে না। অসাংবাদিকদের সাথে কোন আলোচনা হবে না। প্রেসকাবের নামে কেউ সুবিধা নিতে চাইলে তাকে প্রতিহত করাসহ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। আগামীতে চাটমোহর প্রেসকাবের কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চাটমোহর প্রেসকাব প্রকৃত সাংবাদিকদের সংগঠণ। এখানে কোন অসাংবাদিক, মাদকসেবী, চাঁদাবাজের স্থান নেই।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap