শিরোনামঃ

আজ মঙ্গলবার / ৩১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৪ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৬ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৪৫

চাটমোহর প্রেসকাবের সভা অসাংবাদিক ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থানের সিদ্ধান্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর প্রেসকাবের এক সভা গত শুক্রবার (৩০ আগষ্ট) নতুন বাজার খেয়াঘাটস্থ স্বাধীন খবর ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রেসকাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল। সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট শাহাদত বরণকারী, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে সকল আদালতে জাতির জনকের ছবি প্রদর্শনের জন্য রায় প্রদান করায় মাননীয় আদালতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় বক্তারা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত চাটমোহর প্রেসকাবের ঐতিহ্য ধরে রেখে অসাংবাদিক ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সুষ্পষ্ট অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্প্রতি চাটমোহর প্রেসকাবের সদস্যরা চলনবিল পরিদর্শন, সংবাদ সংগ্রহ ও চড়–ইভাতির বিষয়ে স্থানীয় দৈনিক চলনবিল পত্রিকা ও অনলাইন অনাবিল সংবাদে মিথ্যা, মনগড়া, কাল্পনিক ও মানহানীকর সংবাদ প্রকাশ করায় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র ঘৃণা ও নিন্দা জানান। একটি পত্রিকা মানুষের কল্যাণের কথা না লিখে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট খবর প্রকাশ করাটা সুরভিসন্ধি বলে মন্তব্য করেন বক্তারা। তারা এ ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ওই পত্রিকা ও তার সম্পাদকের প্রতি আহবান জানান।

সভায় চাটমোহর প্রেসকাবের কর্মকান্ড গতিশীল করে চাটমোহরের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানানো হয়। একই সাথে মাদকের বিরুদ্ধে লেখালেখি করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়। চাটমোহর প্রেসকাবের পদ পদবী ব্যবহার করে কেউ যেন অনৈতিক সুবিধা নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম এর সম্পাদক ও প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এম,এস অলম বাবলু, দৈনিক জাগরণ ও পাবনার খবর প্রতিনিধি মহিদুল খান, দৈনিক স্বতঃকণ্ঠ প্রতিনিধি শেখ সালাহ উদ্দিন ফিরোজ, দৈনিক মাতৃজগতের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দৈনিক পাবনার আলো প্রতিনিধি রেজাউল করিম, ডাঃ শাহ আলম, দৈনিক আমাদের বড়াল প্রতিবেদক আলমগীর কবির, দৈনিক নতুন বিশ্ববার্তা প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক জোড়বাংলা সংবাদদাতা শামীম আহমেদ, সাপ্তাহিক চলনবিলের আলো স্টাফ রিপোর্টার আনিসুর রহমান প্রমূখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap