শিরোনামঃ

আজ শনিবার / ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৪ঠা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৫শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় ভোর ৫:৩৪

চাটমোহরে ভ্রাম্যমানে তিনটি ওষুধের দোকানে জরিমানা

চাটমোহর অফিস : পাবনার চাটমোহরে মঙ্গলবার ওষুধের দোকানের লাইসেন্স না থাকা, লাইসেন্স নবায়ন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন।
উপজেলার রেলবাজারে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মীর আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমানের ওষুধের দোকানে ৫ হাজার টাকা, হোসেন আলীর ছেলে খোরশেদ আলীর ভেটেরিনারী ওষুধের দোকানে ১ হাজার টাকা ও ফজলুল হকের ছেলে শাহ আলমের ভেটেরিনারী দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানের লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার দায়ে তাদের জরিমানা আদায় করে আদালত।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap