শিরোনামঃ

আজ শনিবার / ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় ভোর ৫:২৩

চাটমোহরে ভন্ড পীরের সন্ধান, অসামাজিক কর্মকান্ড

পাবনা প্রতিনিধি : অবিশ্বাস্য হলেও সত্য পাবনার চাটমোহরে এক ভন্ড পীরের সন্ধান মিলেছে, যার মুরিদরা একে অপরের স্ত্রীর সাথে মেলামেশাই তাদের মূল গোপন তত্ত্ব। তার মুরিদরা দিনের পর দিন গ্রামের মধ্যে নারীদের নিয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। কথিত ওই ভন্ড পীরের মুরিদ হয়ে তার বাড়িতে পীরের উপস্থিতিতে রাতের বেলায় মাহফিল করার নামে মুরিদরা একে অপরে তাদের নিজের স্ত্রীকে অন্য মুরিদদের সাথে দৈহিক সম্পর্কে বাধ্য করেন। প্রতিবাদ করলে তার উপর নানা ধরনের হুমকী ধামকীসহ নির্যাতন। এমন ঘৃনীত ও ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে সম্প্রতি চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এন নির্যাতীত নারী।

নির্যাতীতা ওই নারীর দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, এমন সব ঘটনার পরে গত কয়েকদিন আগে উপজেলার নটাবাড়িয়া গ্রামের ভন্ড পীরের মুরিদ ওয়াহেদ আলীর স্ত্রী লতা খাতুনকে (৩০) স্বামীর সহায়তায় অপর এক মুরিদ ধর্ষণ চেষ্টা করলে সে চিৎকার দিয়ে লম্পটদের হাত থেকে রক্ষা পেয়ে পালিয়ে বাড়িতে চলে আসে। বিষয়টি পরে তার স্বামীকে জানিয়ে এর বিচার চাইলে উল্টো তাকে মারপিট করা সহ কাউকে কিছু না বলার হুমকী দেন এবং পরে তাকে বাড়ি থেকে বের করে দেন। সে ঘটনার দুদিন অতিবাহিত হলেও এলাকায় কোন বিচার না পেয়ে গৃহবধূ লতা তার স্বামী সহ অভিযুক্ত ভন্ড পীরের মুরিদ ৪জন কে আসামী করে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্যজনক কারনে থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছেনা বলে জানান ভুক্তভোগী গৃহবধু লতা খাতুন।

অভিযুক্ত আসামীরা হলেন- গৃহবধূ লতার স্বামী উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে ওয়াহেদ আলী (৩৫), নিমাইচরা ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের মৃত. বাছের আলীর ছেলে বোরহান আলী (৪২), মৃত. আব্দুস সামাদ সরদারের ছেলে মোন্নাফ আলী (৩৫) ও মৃত. ছবু সরকারের ছেলে মওলা হোসেন (৪০)। আর সেই কথিত ভন্ড পীর হল, উপজেলা ছাইকোলা ইউনিয়নের বেড়াপাড়া এলাকার মৃত. আসান পীরের নাতী তাপস পীর।

এ বিষয়ে নির্যাতিত গৃহবধূ (লতা খাতুন) বলেন, প্রায় দুই বছর আগে আমার স্বামী ছাইকোলা বেড়াপাড়া এলাকার তাপস পীরের মুরিদ হয়। সেই পীরের মুরিদ হওয়ার পর থেকে অন্য আরও সব মুরিদের স্ত্রীদের সাথে অবৈধ মেলামেশা শুরু করে। গত সপ্তাহে রাতের বেলায় আমার ইচ্ছার বিরুদ্ধে গ্রামের এক মুরিদের বাড়িতে প্রথম আমাকে আমার স্বামী নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি নারী পুরুষদের জঘন্যতম কীর্তি। রাতের এক সময় ঐ পীরের এক মুরিদ আমাকে জোর পূর্ব শ্লীলতাহানির চেষ্টা করে। আমি অনেক কষ্টে সেখান থেকে ইজ্জত নিয়ে বাড়ি ফিরে এসেছি। বিষয়টি আমার স্বামীকে বললে সে আমাকে গালিগালাজ ও পরে মারধরও করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে কেউ এর বিচার না করায় আমি চাটমোহর থানায় অভিযোগ দিয়েছি। অভিযোগ দেয়া পরে পুলিশ আসে সাংবাদিক আসে কেউ কোন কিছু করেনি। উল্টো আমাকে ঐ পীরের মুরিদরা নানা ভাবে হুমকী ধামকী সহ মেরে ফেলার হুমকীও দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় আছি, এই ভন্ড পীর ও তার মুরীদদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
স্থানীয় এলাকাবাসীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভন্ডপীর তাপস প্রভাবশালীদের ছত্র ছায়ায় দীর্ঘদিন ধরে ধর্মকে ব্যবহার করে অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারছি না। পুলিশ প্রশাসনও প্রথমে শুনে এগিয়ে আসে পরে অজ্ঞাত কারনে নিশ্চুপ হয়ে যায়। ওই দরবারে প্রভাবশালীদের অবাধ যাতায়াত রয়েছে। এলাকাবাসী ধর্মের লেবাসধারী ভন্ডপীর ও মুরীদদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছেন।

খোজ নিয়ে জানা গেছে, কথিত পীর হাসানুর রেজা তাপস চাটমোহরের ছাইকোলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
এ বিষয়ে ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য সাইখুল ইসলাম পীর সম্পর্কে বলেণ, এ ধরনের ঘটনা আমার জানা নেই। তবে প্রভাষক তাপসদের বাড়িতে প্রতি বছরে দুইবার করে বার্ষিক ওরস মাহফিল হয়। এছাড়া প্রতিদিন ওই বাড়িতে ভক্ত নারী পুরুষের যাতায়াত আছে বলে লোকমুখে শুনেছি।
কথিত পীর হাসানুর রেজা তাপস সংবাদ না প্রকাশ করতে অনুরোধ জানিয়ে বলেন, নারী নির্যাতনের ওই ঘটনা শোনার পরেই আমি ঐ দম্পতিকে আমার মুরিদের তালিকা থেকে বাদ দিয়েছি। তাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা যেন আর কোনদিন আমার মুরিদ বলে পরিচয় না দেয়। আমার দরবারে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি সঠিক নয়।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap