শিরোনামঃ

আজ শুক্রবার / ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় সন্ধ্যা ৬:২২

চাটমোহরে বড়াল নদী দখল মুক্ত ও খননের দাবিতে কনভেনশন ও জন সমাবেশ

মোস্তাফিজুর রহমান/এস,এ মারুফ চাটমোহর (পাবনা) : বড়াল নদী দখল মুক্ত ও খননের দাবিতে পাবনার চাটমোহরে শনিবার (৪ মে) কনভেনশন ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ব্লু প্লানেট ইনেসিয়েটিভ (বিপিআই) ও বড়াল রক্ষা আন্দোলন এই কনভেনশন ও জনসমাবেশের আয়োজন করে।
শনিবার সকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে বড়াল কনভেনশনের জনসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ন সম্পাদক মো. শরীফ জামিল।
উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন, বড়াল আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন,

এশিয়া প্রোগ্রাম ডিরেক্টর ইন্টারন্যাশনাল রিভার্স সমীর মেহেতা, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কেএম জহুরুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম প্রমুখ।
এসময়ে থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, ফরিদপুর প্রেসকাবের সভাপতি হাফিজ উদ্দিন, চাটমোহর প্রেসকাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,

সাপ্তাহিক চাটমোহর বার্তা ও চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, চাটমোহর প্রেসকাবের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ বড়াল নদী আন্দোলন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার বলেন,

বড়াল আন্দোলনের কিছুটা সফলতা আসলেও এখনো অনেক বাধা বিদ্যামান। ফলে বড়ালপাড়ের বাসিন্দাদের মধ্যে স্বস্তি আসেনি। বড়ালের পানিপ্রবাহ সচল রাখতে সরকার বিভিন্ন পদপে নিলেও বড়াল দখল বন্ধ হচ্ছে না। এতে বড়ালের বিভিন্ন অংশ সংকুচিত হয়ে পড়েছে। কিছু স্থানে চলছে ধান ও সবজি চাষ। ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।

বাড়ছে দূষণও। তিনি আরো বলেন, দ্রুত নদীর সীমানা নির্ধারণ করতে হবে। অবৈধ স্থাপনা গুলো সরিয়ে ফেলতে হবে। সরকার নদী দখলমুক্ত করতে সব সময় তৎপর রয়েছেন, দেশকে বাঁচিয়ে রাখতে চাইলে নদী গুলো দ্রুত সচল করতে হবে, তা না হলে দেশ মরুভূমিতে পরিণত হবে। নদী উদ্ধার কাজে মানুষ সচেতন করে তুলতে হবে। মানুষ চায় বড়াল নদী এখই অবমুক্ত হোক। নদী উদ্ধারের কাজে যারা বাঁধাগ্রস্ত করবে তারা দেশের শত্রু, সে যদি জনপ্রতিনিধি হয়, আগামী দিনে মানুষের ভোট পাবে না। তিনি নদী দখলমুক্ত বাংলাদেশ চান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap