শিরোনামঃ

আজ রবিবার / ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৯শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৮:৪২

চাটমোহরে দিনমজুরের টাকা ও মোবাইল কেড়ে নিল দুর্বৃত্তরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মারপিট করে দিনমজুর নুরুল ইসলামের কাছ থেকে ঋণের ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। নুরুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় থানায় নালিশ দিয়েছেন নুরুল ইসলামের স্ত্রী। ঘটনাটি ঘটেছে ৬ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের গাদলার ঘাটে।
জানা গেছে, ঘটনার আগে ব্রাকের স্থানীয় শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফিরছিলেন নুরুল ইসলাম। ঘটনাস্থলে পথরোধ করে তার কাছে থেকে সেই টাকা কেড়ে নেয়ার চেষ্টা করে পৈলানপুর গ্রামের বাসিন্দা সুমন ও আলমাসসহ অন্যরা। বাঁধা দিলে মারপিট করা হয় তাকে। নুরুলের চিৎকারে আশেপাশে থাকা স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে ৩০ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে সটকে পড়ে দুর্বৃত্ত্রা। এরপর নুরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা।
এলাকাবাসী জানায়, নুরুল ইসলাম একজন হতদরিদ্র দিনমজুর। বসতভিটা ছাড়া কোন জমিজমা নেই। ঘরে তার এক ছেলে আর এক মেয়ে রয়েছে। দিনমজুরি করেই সংসার চলে তার। হাসপাতালে ভর্তি থাকায় বন্ধ হয়ে গেছে রোজগার। বিপাকে পড়েছেন তার স্ত্রী। চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap