শিরোনামঃ

আজ শনিবার / ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ১১:২৯

গ্রিনপিসের উদ্যোগে চাটমোহর কচুগাড়ী ঈদগাহ মাঠে বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন “গ্রিন পিস বাংলা” পাবনা জেলা শাখার উদ্যোগে জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত কচুগাড়ী ঈদগাহ ময়দানে রবিবার (৬ আগষ্ট ২০২৩ইং) সকালে ফলদ বৃক্ষ (জাতীয় বৃক্ষ আম গাছ) এর চারা রোপন করা হয়েছে।

বৃক্ষ রোপন করেন গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এস,এম মনিরুজ্জামান আকাশ।
উপস্থিত ছিলেন কচুগাড়ী ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ শমসের আলী সরকার, গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা, গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম মাস্টার, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সদস্য মোঃ মোহসীন আলম, কচুগাড়ী গ্রামের জনহৈতষী ব্যক্তি ও আদর্শ কৃষক মোঃ বদর উদ্দিন সরকার,
আওয়ামীলীগ নেতা মোঃ শাহাদত হোসেন মন্ডল, মোঃ আব্দুল মজিদ ও রিমন সরকার সহ আরো অনেকে।

এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, বর্তমান সময়ে প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদেরকে রক্ষা পেতে, দেশে ফলের বাড়তি উৎপাদন ও কৃষির প্রতি নাগরিকদের সচেতনতা বোধ তৈরী করতে হবে নাগরিক দায়িত্ব বোধ ও দেশপ্রেম থেকে। এলাকার জন সাধারন এবং প্রকৃত দেশপ্রেমিক জনগনকে সচেতন করতে হবে জোর তাগিদ দিয়ে, বেশি করে যাতে বৃক্ষ রোপন করতে পারে ও বৃক্ষ রোপন করে।

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ আরোও বলেন-
বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে আমাদেরকে প্রকৃতি সমাজ-দেশ, দেশের মানুষজনকে বেশি করে ভালোবাসতে হবে। প্রকৃতি দেশ ও মানুষকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে
আমাদেরকে বৃক্ষ রোপনের মাঝ দিয়ে!

গ্রিনপিস বাংলা তথা আন্তর্জাতিক গ্রিনপিসের কথা তুলে ধরে তিনি আরোও বলেন,
পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি রক্ষায় প্রবল বেগে কাজ করে এগিয়ে যাচ্ছে গ্রিনপিস বাংলা।
বর্তমান মৌসুম হলো বৃক্ষ রোপনের উত্তম মৌসুম! তাই বাড়ীর আশে-পাশে পরিত্যক্ত জায়গায় আমাদেরকে বেশি-বেশি গাছ লাগাতে হবে, বনজ, ফলদ, ঔষধী চারা রোপন করতে হবে
সবুজের সমারোহ সৃজন করে শ্যামল বাংলা মায়ের বুক ভরে তুলতে হবে, তবেই আমরা আরো নির্মল বায়ু সেবন করতে পারবো।

নির্বাহী সভাপতি তার বক্তব্যে আরো বলেন-
ধারাবাহিক ভাবে পাবনা জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় অন্যান্য প্রতিষ্ঠানে আরো বৃক্ষ রোপন করা হবে ইনশা আল্লাহ!

সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা বলেন-
বেশি-বেশি ফলদ-বনজ ও ঔষধী বৃক্ষ রোপনের বিকল্প নেই!
নাগরিক দায়িত্ব বোধ থেকে ও চিত্তের গহীন থেকে উপলদ্ধি করে প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশ ও পরিবেশকে নিরাপদ করতে প্রত্যেকরই বৃক্ষ রোপন করতে হবে।

কচুগাড়ী ঈদগাহ ময়দানে বৃক্ষ রোপনের জন্য প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোঃ শমসের আলী গ্রিনপিস বাংলার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এই মহতী কাজের ধারাবাহিকতা যেনো অটুট থাকে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap