শিরোনামঃ

আজ সোমবার / ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ২০শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ১২:৪৬

গুরুদাসপুরে সাজাপ্রাপ্ত দু’টি প্রতারণা মামলার আসামী গ্রেফতার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে দু’টি প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামের আকবার আলীর ছেলে মো. আতাউর রহমান সানি-(৩৩)।

শনিবার (২০ জানুয়ারী) দুপুরে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্র জানা যায়-রাজশাহী শাহ মোখদম ও পুঠিয়া থানায় পৃথক ভাবে এনজিয়ার ও সি-আর মামলা ছিল ২০১৮ ও ১৯ সনের। দু’টোই প্রতারণা মামলা ছিল। পুঠিয়ার সি- আর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামী ছিল। বার বার অভিযান চালিয়েও এলাকায় না পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১৯ জানুয়ারী গুরুদাসপুর থানার সাব-ইন্সপেক্টর মোশাররফ হোসেন ও সাব ইন্সপেক্টর ইমরান হোসেন কুষ্টিয়ার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্র আরো জানা যায়-এই আসামী বিভিন্ন ভাবে নিজের কণ্ঠ বদলীয়ে নারী কন্ঠ বানিয়ে প্রতারণা করে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করে আসছিলো। কখনো ইউনিভার্সিটি পড়ুয়া, কখনো বড় চাকুরির, কখনো মোবাইল ফোনে নিজেই নিজের বড়বোন সেজে পরিচয় দিয়ে ঘনিষ্ঠতা করে মোটা টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিতো। প্রতারণাগুলো অধিকাংশই- রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও ঢাকায় করে আসছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জল হোসেন জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.আতাউর রহমান সানিকে গত- শুক্রবার(১৯ জানুয়ারী) আমাদের দক্ষ অফিসার অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে শনিবার (২০ জানুয়ারী) দুপুরে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap