শিরোনামঃ

আজ মঙ্গলবার / ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২১শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৪:৪৭

গুরুদাসপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. গুরুদাসপুরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা হয়েছে। পরে উপজেলা চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার প্রশাসনের পক্ষথেকে পুস্পস্বক অর্পণ করেন। এর পরেই উপ জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন প্রেসক্লাব, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্বক অর্পণ শেষে জাতিরজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলার সকল সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, ওসি উজ¦ল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যন রোকসানা আকতার লিপি প্রমুখ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো সকাল সাড়ে ৮টায় গুরুদাসপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিনী।
বেলা সাড়ে ১২টায় উপজেলা জেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বাদ যোহর বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে শহিদ বীরমুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির, শান্তি সম্মৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সরকারি হাসপাতাল এতিমখানায় দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দুপুর আড়াইটায় মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা , গুরুদাসপুর উপজেলা প্রশাসন বনাম সুধি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap