শিরোনামঃ

আজ মঙ্গলবার / ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সকাল ৯:২৩

গুরুদাসপুরের কৃষকরা পেলো উপসি জাতের বোরো হাইব্রিড বীজ ও রাসায়নিক সার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ /২০২৩-২৪ মৌসুমে উপসি জাতের বোরো হাইব্রিড ধান ও রাসায়নিক সার ফসল আবাদ ও উতপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) উপজেলা কৃষি অফিসে সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে বোরো হাইব্রিড ধান আবাদের জন্য ৩ হাজার জন কৃষকের মাঝে ২ কেজি করে ধান বীজ দেওয়া হয়। তাছারাও উপসি জাতে বোরো ধান আবাদের জন্য ২ হাজার ৫’শ জন কৃষকের মাঝে-৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষি অফিসার হারুনর রশিদ, মো. মনিরুল ইসলাম ও নাজিরপুর ইউপি সদস্য আব্দুর রউফ প্রমুখ।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap