শিরোনামঃ

আজ সোমবার / ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৬ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৭শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১০:৩৮

কুড়িগ্রামে ১হাজার ১৮জন এইচএসসি পরিক্ষার্থী পেলো জেলা ছাত্রলীগের উপহার

কুড়িগ্রাম প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষা। আর এ পরিক্ষায় অংশ নেয়া প্রায় ১ হাজার ১৮জন পরিক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ উপহার তুলে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। এর আগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে গিয়ে শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরিক্ষার্থীর হাতে হাতে উপহার তুলে দেন সংগঠনটি। শিক্ষা উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন, সহ সভাপতি ফিরোজ শাহী, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো: রাব্বি ও সাধারণ সম্পাদক মোঃ গাদ্দাফি প্রমূখ। কুড়িগ্রাম কলেজ কেন্দ্রের পরিক্ষার্থী মো: আয়মান সাদিক বলেন,জেলা ছাত্রলীগের উপহার পেয়ে খুব খুশি হয়েছি। পরিক্ষার্থীদের মনে সাহস ও উদ্দীপনা জাগতে এই আয়োজন করায় জেলা ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই। কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাজু আহমেদ বলেন, আমরা জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল এইচএসসি পরিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে শিক্ষা উপকরণ উপহার দিয়েছি। আজ সকালে পরিক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ১হাজার ১৮ জন পরিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। জেলা ছাত্রলীগের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মো: মির্জা নাসির উদ্দীন বলেন,এইচএসসি পরিক্ষার্থীদের বাসায় শিক্ষা উপকরণ উপহার পৌছে দেয়া ও কেন্দ্রের সামনে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি জেলা ছাত্র লীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap