শিরোনামঃ

আজ বুধবার / ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৯শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৩:৫৯

এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

স্বাধীন খবর ডেস্ক : জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। এমন ঘটনার পর পরই এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

আইসিসি তাকে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিলেও এরমধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ভুল স্বীকার করায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভেঙেছেন তিনি।

২০১৭ সালে বিশ্বের ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাদের বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়েছিল সাকিব আল হাসানকে। ক্রিকেটের প্রচলিত নিয়ম-নীতির রক্ষাকারী এই সংস্থাটি সাধারণত সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের দ্বারা পরিচালিত। ক্রিকেটের বিভিন্ন ইস্যু সমাধানে ভূমিকা রাখে সংস্থাটি।

এমসিসি অবশ্য সাকিবের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এর চেয়ারম্যান মাইক গেটিং জানান, ‘কমিটি থেকে সাকিবকে হারানো সত্যিই দুঃখজনক। কারণ গত কয়েক বছরে তার অসাধারণ ভূমিকা ছিল। ক্রিকেটের অভিভাবক হিসেবে আমরা তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। মনে করি এটা তার সঠিক সিদ্ধান্ত।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap