শিরোনামঃ

আজ শুক্রবার / ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১২:৫১

একটি মাত্র নাকছাপি

 ৷৷ ৷৷সেলিনা হোসেন৷৷ ৷৷ 

বিয়ের সময় মায় আমারে একটা,
নাকছাপি পড়ায় দিয়া কইলো;
মাকো মৃত্যুর আগ পযর্ন্ত এটা খুলবা না,
এইডা তোমার এপার আর ওপার,
হেয় থাইক্কা এরেই পরম ধর্ম বলে জানি।

স্বামী দেবতা আমার!
তার পূজায় যতো তাজা ফুলের,
বাহার করি সৌন্দর্য লুটায় পরে,
পাছে দেবতার মনপুত না হয়!

বিয়ের সময় মা আমারে যা যা কইছিল!
বেবাক অক্ষরে অক্ষরে প্রাণ দিয়া মানি।
বেবাকতে ঘুম থেইক্কা উঠবার আগেই,
বাড়ির সকল কাম কইরা তয় মাইসের
বাড়িতে কামো যাই, অনর্গল নিজের
লগে কথা কইতে কইতে!

এদিক থেইকা সেদিক হইলে নিম্নরূপ!
বেগম সাহেবেরা বেদম পিডায়!
আবার কোনদিন কাজে যাইতে না পারলে
বেতন কাইডা রাহে কাডায় কাডায়!

বারিত ঠিক সময় ফিরত আইয়া রাদ্দন করি।
যদি কোনোদিন একটু খারাপ হয়,
খাওনের বাহার তাইলে
আমার পিডে পরে ডুমুর ডুমুর!

কিচ্ছু কইবার পারি না,
মায় যে কইছিল ;
স্বামী দোজখ, স্বামী বেহেস্ত,
মুখে খিল দিয়া পইরা রই!

মাঝে মাঝে শিক্ষীত মাইনসের কথা হুনি,
হেতারা যে কয় আমাকো দেশ স্বাধীন হইছে!
আমরা এহন কতো বালা আছি
খাওয়নের পড়নের কোন অভাব নাই!

শিক্ষীত মাইসের কাছে আমি একখান
কথা জানবার চাই?
আমার মুক্তি মিলবো কবে
মাইনসের বাড়িতে কাম করমু আবার পিডা খামু!

কষ্ট কইরা কামাই কইরা যে টাহাডা পামু,
তা স্বামী দেবতার হাতে দিতে হইবো;
পানের থন চুন খসলেই বেদম পিডা খাইতে হয়।
হগল কিছু আমি কেন সহ্য করুম?

আমি কি তাইলে মানুষ না?
এইডা কি আমার দেশ না!
আমিওতো লাল টুকটুকে শাড়িতে
নিজেরে মুরাইয়া লইয়া,
বেবাকতের মতো স্মৃতিসৌদে
গিয়া ফুল দিবার পারতাম!

আমার ঘরেওতো একটা ফুলের সৌন্দর্য আছে
তয় আমি কেন পারমু না বেবাকদের মতো!
হাসি খুশিতে স্বাধীন দেশে ফুলপরিলে লইয়া
বিজয়ের দিবসের শুভেচ্ছা সারাজীবন দিবার চাই।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap