শিরোনামঃ

আজ শুক্রবার / ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:২৯

ঈশ্বরদীতে শহীদ জননী জাহানারা ইমামের জন্ম দিন পালিত

সেলিম আহমেদ, ঈশ্বরদী (পাবনা) : শহীদ জননী জাহানারা ইমামের ৯০তম জন্ম দিন উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার ঈশ্বরদীর আয়োজনে ঈশ্বরদী প্রেসকাব মিলনাতনে শনিবার (৪মে) দুপুরে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাপ কমিউনিষ্ট পার্টির গেরিলা বাহিনীর কমান্ডার ও ঢাকা কলেজের সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ¦ আবুল কালাম আজাদ মিন্টু ও অধ্যাপক উদয়নাথ লাহেরী।

বক্তব্য রাখেন প্রকৌশলী অহিদুর রহমান ঝন্টু, কৃষিবিদ আমিনুল ইসলাম, লেখক হাসান আহমেদ চিশতী, সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সাবেক প্রধান শিক্ষক ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, লক্ষিকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা, কমিউনিষ্ট পার্টি পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মুক্তিযোদ্ধা আ,ত,ম শহিদুজ্জামান নাসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার শাখার সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ।

বক্তারা বলেন, আজ থেকে ২৭ বছর আগে শহীদ জননী জাহানারা ইমাম ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেছিলেন। স্বাধিনতাকে যারা কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে জাহানারা ইমাম আন্দোলন করায় দোষিদের ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কিছু কাজ বাস্তবায়ন করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম আন্দোলনের ডাক দিয়েছিলেন তাতে আওয়ামীলীগ লাভবান হয়ে আজ দেশ পরিচালনা করছে। রাষ্ট্রদোহী মামলার মিথ্যা গ্লানী মাথায় নিয়ে শহীদ জননী জাহানারা ইমামকে শাহাদৎ বরণ করতে হয়েছে। শহীদ জননী জাহানারা ইমামের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন আজো পূরণ হয়নি। সভা থেকে সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap