শিরোনামঃ

আজ শুক্রবার / ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ১৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৩:১০

ঈশ্বরদীতে নারী পাচারকারী ৩ জন আটক টাঙ্গাইলের কিশোরী উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি : ভারতে পাচারের উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে আনা আয়েশা (১৭) নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচার চক্রের ৩ জনকে ঈশ্বরদী থানা পুলিশ আটক করেছে।

উদ্ধারকৃত আয়েশা ট্ঙ্গাাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি গ্রামের জনৈক আক্তারুজ্জামানের মেয়ে।

টাঙ্গাইলের গোপালপুর থানায় দায়েরকৃত মামলায় মোবাইল ট্রাকিং করে পুলিশ বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী বাস টার্মিনাল থেকে কিশোরী উদ্ধার ও পাচারকারীদের গ্রেফতার করে।

আটককৃতরা হলো, কলকাতার ঘোষপুকুর এলাকার পরেশ চন্দ্র দাশের মেয়ে জয়িতা মান্না ওরফে পিউ ওরফে খাদিজা, কলকাতা বিরাটি হাউজিং এস্টেট এলাকার মহানন্দা বিশ্বাসের মেয়ে সানন্দা বিশ্বাস ও ঈশ্বরদীর স্কুলপাড়ার মৃত সুনীল দাশের ছেলে বিশ্বজিৎ দাশ।

উদ্ধার হওয়া কিশোরী ও আটককৃত পাচারকারী সদস্যদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, চক্রটি সদ্য এসএসসি পাস আয়েশাকে ফ্যাশন ডিজাইনার বানানোর প্রলোভন দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে ঈশ্বরদীতে নিয়ে আসে। মঙ্গলবার রাতে তারা প্রথমে শহরের স্কুলপাড়ার বিশ্বজিৎ দাশের বাড়িতে উঠে। বুধবার সারাদিন সীমান্ত এলাকা লালপুর, গোপালপুরসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে।

ভারতীয় নাগরিক জয়িতা ও সানন্দার পাসপোর্ট-ভিসা থাকলেও আয়েশার পাসপোর্ট-ভিসা না থাকায় চোরাইপথে তাকে ভারতে পাচারের প্রচেষ্টা করা হচ্ছিল বলে তিনি ধারণা করছেন। কিন্তু পাচারের সুযোগ করতে না পারায় তারা আয়েশাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বাসের টিকেট কিনে টার্মিনালে অপেক্ষা করছিল।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাকিং করে বিশ্বজিতের সাথে এই চক্রের যোগাযোগ ও অবস্থান নিশ্চিত করে ঈশ্বরদী থানাকে অবহিত করে। ঈশ্বরদী থানা বিকেল ৩টার দিকে প্রথমে বিশ্বজিতকে আটক করে। পরে বাস টার্মিনালে অবস্থানরত আয়েশাকে উদ্ধার এবং ২ নারী পাচারকারীকে আটক করা হয়।

থানায় আটককৃতদের পাসপোর্ট বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে জানা যায়, জয়িতা মান্না ইতোপূর্বেও আরো কয়েক দফা বাংলাদেশে এসেছে। ভারতে তার স্বামী ও সন্তান থাকলেও সে একাধিক নাম ব্যবহার করে নাটোরে একজন ইসলাম ধর্মাবলম্বীকে বিয়েও করেছে।

জয়িতা জানায়, বিশ্বজিতের সাথে তার আগে থেকেই যোগাযোগ ছিল। থানায় বিশ্বজিতও যোগাযোগের কথা স্বীকার করেছে। তবে সানন্দা এবারেই প্রথম বাংলাদেশে আসে। সানন্দা জানায়, সে ফ্যাশন ডিজাইনার। এখানে তার ডিজাইন মার্কেটিং করার জন্য জয়িতার পরামর্শে বাংলাদেশে এসেছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের গোপালপুর থানায় রেকর্ডকৃত মামলায় ওই থানার পুলিশ আটককৃত ৩ আসামি ও উদ্ধারকৃত কিশোরীকে টাঙ্গাইল নিয়ে গেছেন বলে ওসি জানিয়েছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap