শিরোনামঃ

আজ শুক্রবার / ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৩রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৪শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৩:১৭

আটঘরিয়ায় ১৪টি মন্ডপে শার্রদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) : পাবনার আটঘরিয়া উপজেলায় এবার ১৪টি মন্ডপে শার্রদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারণে এবার দূর্গোৎসবের চির পরিচিত থাকছে না। এবার উৎসবের সব কিছুই থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশ। তবে দূর্গা পুজার প্রত্ততিতে কোনো ঘাটতি নেই। আটঘরিয়া উপজেলায় বেশ জোরেশোরে চলছে দেবী বন্দনার প্রত্ততি ইতোমধ্যে শেষ হয়েছে রং তুলিরও কাজ।
পঞ্জিকা অনুযাযী এবার মহালয়া হয় ১৭ সেপ্টেম্বর।

কিন্তু পঞ্জিকা হিসাবে এবার আশি^ন মাস মল মাস মানে অশুভ মাস। সে কারণে এবার আািশ্ননে দেবীর পুজা হবে না। পুজা হবে কার্তিক মাসে। সেই হিসাবে দেবী দূর্গা মর্ত্যে আসবেন মহালয়ার ৩৫ দিন পরে। তাই ২২ অক্টোবর মহাষষ্ঠী হবে বোধন। পরেরদিন সপ্তমী পুজার মাধ্যমে শুরু হবে দূর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। আগামী ২৬ অক্টোবর মহাদশমীতে সির্জন শেষ হবে দূর্গোৎসবের অনুষ্ঠানিকতা।

জানা গেছে, আটঘরিয়া উপজেলায় ১৪টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। পুজামন্ডপ গুলো হলো-আটঘরিয়া থানাপাড়া কেন্দ্রিয় মাতুমন্দির, উত্তরচক কেন্দ্রিয় কালি মন্দির,উত্তরচক কেন্দ্রিয় ঠাকুরবাড়ী কালিমন্দির, পৌর দেবোত্তর কালি মন্দির, খিদিরপুর ডাঙ্গাপাড়া দূর্গামন্দির, বাচামারা দূর্গা মন্দির, গোড়রী বারোয়ারী দূর্গামন্দির, গোড়রী আদি দূর্গা মন্দির, একদন্ত বারোয়ারি দূর্গা মন্দির, লক্ষীপুর কদমবগদি বারোয়ারি দূর্গামন্দির, লক্ষীপুর নিমতলা দূর্গা মন্দির, শ্রীপুর হালদার পাড়া মন্দির, কৈজরী গোবিন্দ মন্দির, কানাইলাল রায় দূর্গা মন্দিরে।

সরজমিনে দেখা গেছে, উপজেলার মন্ডপে মন্ডপে চলছে দূর্গাপুজার ব্যাপক প্রত্ততি। পুজা মন্ডপ গুলোতে কত সুন্দরভাবে প্রতিমা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে এপ্রতিমা গুলোতে রংয়ের কাজ অবকাঠামোগত মাটির কাজ শেষ হয়েছে। আবার কোথাও কোথাও প্যান্ডেল তৈরি আর সাজসজ্জার কাজও শেষ হয়েছে।
¬
জানতে চাইলে আটঘরিয়া উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর নিরোদ কর্মকার নিরু বলেন, এবারের পুজা স্বাস্থ্য বিধির উপর বেশি নজর দেয়া হচ্ছে। এজন্য পুজার ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন হতে পাবে। এমন তথ্য আমদের কাছে এসেছে। এবার ১৪টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, মন্ডপ গুলোতে বেশ জোরেশোরে চলছে। পুজা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা সব মন্ডপের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করা যাচ্ছে এবার কোনা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পুজা উদযাপন হবে তিনি।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap