আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় স্ত্রীর উপর অভিমান করে স্বামী আজাদ হোসেন (৩৮) গ্যাস ট্যাবলেট খেয়ে আতœহত্য্ াকরেছে। সে যাত্রাপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে।
একদন্ত ইউনিয়নের যাত্রাপুর গ্রামে স্ত্রীর সাথে স্বামী আজাদ হোসেনের ঝাড়গা হয় গত শুক্রবার রাতে। আজাদ হোসেন ঘটনার দিন সকালে গ্যাস ট্যাবলেট কিনে সবার অজান্তে প্রান করে অসুস্থ্য হয়ে পরেন। বিষয়টি প্রতিবেশীরা জানতে পাররে তাকে পাবনা জেনারেল হাসপাতারেল নেওয়ার পথে সে মারা যায়।