রাবি প্রতিনিধি: নানা আয়োজনে ‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’ এর ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সংগঠনটির রাজশাহী শাখার আয়োজনে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইবলিশ চত্তরে এ উপলÿে কেক কাটা হয়।
তাছাড়া সংগঠনটির পথ শিশুদের নিয়ে গঠিত ‘মুক্তধারা স্কুল’ এর ৩২ জন শিÿার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা হয়। সেখানে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। পরে পথশিশু শিÿার্থীদের খাবারের ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল রাজশাহীর সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার আহমেদ জীবনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম চানরাজ, আহŸায়ক ইমরান হোসেন, নাজমুল হুদা, দিপংকর দিপু,
রবিয়াস সানি, আবদুল কাদিরসহ রাবি, রুয়েট, রাজশাহী কলেজের শতাধিক শিÿার্থী উপস্থিত ছিলেন।
উলেøখ্য, ২০১১ সালের ৪ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।