শিরোনামঃ

আজ শনিবার / ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ৩:২৫

রাজশাহী বিশ^বিদ্যালয় হলে সুপেয় পানির শোধনযন্ত্র প্রদান

আকরাম হোসাইন, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমির আলী হলের আবাসিক শিÿার্থীদের সুপেয় পানির উদ্দেশ্যে ১৫ টি পানি শোধনযন্ত্র প্রদান করেছেন আসলাম হোসেন নামের সাবেক এক শিÿার্থী। শুক্রবার সকালে হলের ডাইনিং রুমে যন্ত্রগুলি উদ্বোধন করেন সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যÿ ড. আমিনুল ইসলাম।
আসলাম হোসেন বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সৈয়দ আমীর আলী হলের সাবেক আবাসিক শিÿার্থী ছিলেন। বর্তমানে প্রাণ আর এফ এল গ্রæপে ভারতের সেলস ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত আছেন।

উদ্বোধনকালে হলের আবাসিক শিÿক ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, নাজমুল হোসেন, কৃষি শিÿা বিষয়ক সম্পাদক শাকিল হোসেনসহ প্রায় শতাধিক আবাসিক শিÿার্থী উপস্থিত ছিলেন।

এসময় আসলাম হোসেন বলেন, আমীর আলী হলে আবাসিক শিÿার্থী থাকাকালীন সুপেয় পানির প্রয়োজনীয়তা উপলদ্ধি করতাম। সেই অভাববোধ থেকেই বর্তমান হলের শিÿার্থীদের কথা বিবেচনা করে বিশুদ্ধ পানির জন্য কিছু পানি শোধন যন্ত্রের ব্যবস্থা করেছি। ভবিষ্যতে এধরণের সহযোগীতা অব্যাহত থাকবে।

হল প্রাধ্যÿ ড. আমিনুল ইসলাম বলেন, স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। সু-স্বাস্থ্য থাকার জন্য বিশুদ্ধ পানির বিকল্প নেই। তবে হলের আবাসিক শিÿার্থীদের সুপেয় পানি সংকট নিরসনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হলের সাবেক শিÿার্থী হিসেবে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান তিনি। পাশাপাশি বিশ^বিদ্যালয় ও আবাসিক হল উন্নয়নে সাবেক শিÿার্থীদের অবস্থান থেকে সহযোগীতার সুদৃষ্টি কামনা করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap