বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোর বড়াইগ্রামে বিশ্ব শিÿক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ এর উদ্যেগে বিশ্ব শিÿক পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে বনপাড়া ক্যাথলিক ধর্মপলøীর পাল পুরোহিত ও অত্র বিদ্যালয়ে গভর্ণিং বডির সভাপতি ফা: বিকাশ হিউবার্ট রিবেরু উপস্থিত ছিলেন।
কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিÿক দিবসের গুরুত্ব তাৎপর্য্য সভাপতির হিসেবে তুলে ধরেন কলেজ অধ্যÿ লাজারুশ রোজারিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজে গভর্ণিং বডির সদস্য ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, প্রভাষক আবু রায়হান, সাংবাদিক আব্দুল কাদের সজল প্রমূখ।