মোঃ রফিকুল ইসলাম বকুল, স্টাফ রিপোর্টার : পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারোকোনা গ্রামের ডাবলু হোসেনের মেয়ে মহেলা গার্ল্স হাইস্কুলের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্রী বৃষ্টি খাতুন (১৪) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ঘওঈজঐ হাসপাতালে ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তারের তত্ববধায়নে চিকিৎসা নিচ্ছে। বৃষ্টির মা আখিয়ারা জানান, ১ বছর পূর্বে বৃষ্টির ২ চোয়ালের যন্ত্রনা ও ফুলে যায়। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কারানো হয়। কিন্ত সুস্থ্যতা ফিরে না আসায় ঢাকা ক্যান্সার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১৬/০৪/২০২২ ইং তারিখে ডাঃ শামীমা সিদ্দিকীর সিটিস্ক্যান রিপোর্ট এবং বিভিন্ন পরিক্ষা নিরীক্ষ শেষে বিশেষজ্ঞ ডাক্তারদের গঠিত বোর্ডের সিদ্ধান্তে ক্যান্সার ধরা পরে। কান্না জড়িত কন্ঠে বৃষ্টি বাঁচার আকুতি জানায়। বৃষ্টির বাবা ভিটে, মাটি, সহায়-সম্বল বিক্রি করে ৫-৬ লক্ষাধিক টাকা খরচ করে অপারেশন করার পর ১টি কেমো, ৩৩টি থেরাপি দিতে না পারায় প্রধানমন্ত্রী , বিত্তশালী দেশবাসীর নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেবার অনুরোধ জানান। অর্থ প্রেরনের ঠিকানাঃ মোঃ রিদয় হোসেন
বিকাশ একাউন্টঃ (০১৯০৯-৫৭ ৬২ ৩৭)
