চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর সরকারি ডিগ্রী (অনার্স) কলেজের পিন্সিপাল মো. মিজানুর রহমানের বিরুদ্ধে কোটি টাকার নিয়োগ বানিজ্য, এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২০১৫-১৬ শিা বর্ষে ২০১৭ সালে অনুষ্ঠিত এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে পৌরসদরের দোলং গ্রামের ছাত্রী রাবেয়া খাতুন কর্তৃক তৎকালীন ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেন।
এঘটনায় রাবেয়ার স্বামী রিপনকে কলেজে ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ফেসবুকে অধ্যরে বিরুদ্ধে লেখা লেখি করার অভিযোগে রিপন ও রেজাউল করিম পলাশ বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা হয়।
অভিযোগে জানা গেছে, ২০১৫-১৬ শিাবর্ষের ছাত্র ছাত্রীদের এইচএসসি ফরম পূরণের সময় রাবেয়া খাতুনের নিকট থেকে ৬ হাজার ৮শ টাকা অতিরিক্ত আদায় করেন অধ্য মিজানুর রহমান। এর প্রতিবাদে ২০১৭ সালের জানুয়ারী মাসে অতিরিক্ত পরীা ফি আদায়ের প্রতিকার চেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লা বরাবর অভিযোগ দায়ের করেন রাবেয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তৎকালীন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান এ অভিযোগের তদন্ত করেন। তদন্তে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি সন্দেহাতীত ভাবে প্রমানিত হয়। তদন্ত প্রতিবেদন অগ্রগামী করলে ২০১৭ সালের আগষ্ট মাসে শিা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিা বিভাগ কলেজ শাখা থেকে সিনিয়র সিষ্টেম এনলিষ্টকে ব্যবস্থা নিতে বলা হয়। পত্রে অধ্য মিজানুর রহমানের বিরুদ্ধে বিধি মোতাবেক শা¯িÍমূলক ব্যবস্থা গ্রহন করে পরবর্তী বিশ দিনের মধ্যে মন্ত্রনালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
২০১৮ সালে চাটমোহরে দুদকের গন শুনানী কালে এ বিষয়টি ব্যাপক ভাবে আলোচনায় আসে। আমলে নেয় দুদক। সূত্র মতে, দুদক প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। যাচাই বাছাই পূর্বক সত্যতা পাওয়া গেলে মামলা রুজুর সুপারিশ করে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে। প্রধান কার্যালয় পরবর্তী ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিবেন।