আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রী কলেজের উদ্যোগে মহান শহীদ দিবস,আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলÿে প্রভাতফেরী,চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী প্রশান্ত কুমার সরকার, বিশেষ অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম হেলাল, প্রধান শিক্ষক মাহবুবা আক্তার মায়া। প্রভাষক জয়োব্রত সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উক্ত কলেজের ছাত্রী শ্রবনা সাহা। অনুষ্ঠান শুরুতেই কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন ছাত্র আশরাফুল ইসলাম। উক্ত প্রতিযোগিতায় বিচালকের দায়িত্বে ছিলেন সহকারি অধ্যাপক আব্দুস সালাম আজাদ, মেরিনা হোসেন, প্রভাষক নিলুফা ইয়াসমিন মিলি, ফিরোজা খাতুন সহ অনেকেই।
ক গ্রুপ- নার্সারী থেকে ২য় শ্রেণী পর্যন্ত স্থীর প্রতযোগিতায় ১ম হয়েছেন হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর ছাত্র প্রত্যয় সরকার, ২য় হয়েছেন সুমাইয়া আরেফিন শিল্পী, ৩য় হয়েছেন পাবনা পলাশ ক্যাডে স্কুলের ছাত্র তানভীর শাহরিয়ার তামিম। খ গ্রুপ- ৩য় থেকে ৫ষ্ঠ শ্রেণী ছাত্রীদের শহীদ মিনার চিত্রাংকন প্রতিযোগিতায় ১ম হয়েছেন দেবোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তাথিয়া নওশীন মায়িশা, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসফিয়া, হলি চাইলন্ড কিন্ডার গার্টেনের ছাত্র রিফাত নাফসী রিয়ান।
গ গ্রুপ- ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য ‘আবহমান গ্রাম বাংলার দৃশ্য চিত্রাংকন প্রতিযোগিতা’ ১ম হয়েছেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী আরেফিন ইলা, ২য় হয়েছেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কাওনাইন আরবি, ৩য় হয়েছেন পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রৃপকথা মাহমুদ।
এছাড়ায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছেন একাদশ শ্রেণী ছাত্রী শ্রবনা সাহা, ২য় হয়েছেন শামীমা খাতুন, ৩য় হয়েছেন মুর্শিদা খাতুন এবং রচনা প্রতিযোগিতায় ১ম হয়েছেন শ্রাবনা সাহা, ২য় হয়েছেন ফারিয়া সুলতানা, ৩য় হয়েছেন মোছা: সুফিয়া খাতুন।