চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে পাবনার চাটমোহরে। মঙ্গলবার চাটমোহর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় সবুজ সংঘ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক এএম জাকারিয়া সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম।
বক্তব্য দেন, সাবেক পৌর মেয়র প্রফেসর আব্দুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, অধ্যক্ষ মাহমুদুল মাহমুদ, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শেখ জিয়ারুল হক সিন্টু, আনোয়ার হোসেন মাসুম,
মনির উদ্দিন মনি, রিয়াজ উদ্দিন মোল্লা, ইউসুফ মন্ডল, এ্যাড, আশরাফুজ্জামান হালিম, লিখন বিশ্বাস, আতাউর রহমান তোতা, সহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আলী, বাবলুর রহমান, আশরাফুজ্জামান হারেজ, আঃ সালাম জীবন, আব্দুল হামিদ, জাহাঙ্গীর আলম, রবিউল করিম, হাফেজ আব্দুল বাতেন, কামরুজ্জামান, বিলচলন ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, যুবদল গুলজার হোসেন, ফারুক হোসেন, তানভীর জুয়েল লিখন, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম, সুমন হোসেন রতন, আতিকুল রহমান, শ্রেণীকদল নেতা শাহ জালাল প্রমুখ। শেষে ছিল দোয়া মাহফিল।
অনেকদিন পর চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি নেতাদের এক মঞ্চে দেখা যায়।