চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে শিশুসহ দুই জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার পারিবারিক কলহের জের ধরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা গ্রামের ফজের প্রমানিকের ছেলে মোক্তার হোসেন (৪৫) গ্যাস ট্যাবলেট সেবন করে।
পরে তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে একই উপজেলার মহেলা গ্রামের রিয়া খাতুন (১১) নামে এক শিশু গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
জানা গেছে, ভাঙ্গুড়ার কাকিলাদহ গ্রামের হাবিবুর রহমানের মেয়ে রিয়া চাটমোহর মহেলা গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।