চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে রুবেল হোসেন (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত যুবক উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের বাদল প্রামাণিকের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে সবার অগোচর গ্যাস ট্যাবলেট খায় রুবেল হোসেন। পরে পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।