শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ৯ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ / বসন্তকাল / ২৩শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ / ৩০শে শাবান ১৪৪৪ হিজরি / এখন সময় সকাল ৮:১১

চলনবিলে অবাধে চলছে মা ও পোনা মাছ নিধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহরসহ চলনবিলে বন্যার পানি প্রবেশের সাথে সাথে মা ও পোনা মাছ নিধনের হিড়িক পড়েছে। জানা যায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর, সিরাজগঞ্জের তাড়াশ ও গুরুদাসপুর উপজেলার নিম্ন এলাকায় বন্যার পানির সাথে যমুনা নদীর মা মাছ চলনবিলের মিঠা পানিতে ডিম ছাড়ার জন্য নিরাপদ আশ্রয় ভেবে চলে আসে। সেই সুযোগে অসাধু জেলেরা চলনবিল অধ্যুষিত বিভিন্ন খাল, দিঘি, জলাশয় ও বিলে বড় বেড় জাল ও বাদাই জাল ফেলে মা ও পোনা মাছ সমূলে ধ্বংস করছে।

সরেজমিনে দেখা যায়, বন্যার পানি বিলে ঢোকার মুখে অসাধু ব্যক্তিরা হাজার হাজার কারেন্ট জাল পেতে পুঁটি, ট্যাংড়া, শিং, পাবদা, কৈ, সরপুঁটি, বাতাশি, বোয়ালসহ সব ধরনের ছোট মাছ নিধন করছে। চলনবিলে পানি আসার শুরুতেই সব ধরনের মাছ বিনাশ করাতে সচেতন মহল হতাশার কথা ব্যক্ত করেছেন।

এলাকাবাসী জানান, চলনবিলে কারেন্ট জাল ও বড় বেড় জাল দিয়ে মাছের পোনা নিধনের হিড়িক চললেও দেখার কেউ নেই। চলনবিলের চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, আত্রাই, সিংড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় বিভিন্ন কায়দায় মা মাছ ও রেণু পোনা নিধন করা হচ্ছে। এ অঞ্চলের হাট-বাজারে দেদারছে কারেন্ট ও বাদাই জাল বিক্রি হচ্ছে।

চাটমোহর উপজেলা সি, মত্স্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পোনা নিধনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ইউএনওকে বলা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap