আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় দিনে দুপুরে বাচ্চু কসাই নামক এক ব্যক্তির কাছ থেকে ডিবি পরিচয় দিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে রামচন্দ্রপুর গ্রামের কসাই সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দুপুর বারোটার সময় টেবুনিয়া-চাটমোহর সড়কের ফার্ম গেট নামক ্স্থানে।
প্রত্যÿদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে দেবোত্তর বাজার থেকে মাংস বিক্রি করে বাড়ীতে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল যোগে আসা ডিবি পুলিশ পরিচয় দিয়ে উক্ত স্থানে মাংস বিক্রেতা বাচ্চুকে বলে তোর কাছে ইয়াবা ও গাঁজা আছে। ছিনতাইকারি দ্রæত পকেট থেকে ধারালো চাকু বের করে মাংস বিক্রেতা বাচ্চুর কোমর থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে দ্রæত পালিয়ে যেতে সÿম হয়।