আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : আটঘরিয়া সরকারি খাদ্য গুদাম অভ্যন্তরিন বোরো সংগ্রহ /২০২৩ মৌসুমী খাদ্যশস্য সংগ্রহ লাল ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।
বুধবার(৩১মে) সকালে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার নূর মোহাম্মদ, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন ইকবাল প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩০ টাকা কেজি দরে ধান ৪শ ৭২ মে: টন, ৪৪ টাকা কেজি দরে চাল ১শ ৯১ মে: টন ক্রয় করবে। ধান, চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।