শিরোনামঃ

আজ শনিবার / ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৭শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৮ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১১:৪৯

পাবনায় নানা আয়োজনে মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবস পালন

মিজান তানজিল, পাবনা : নানা আয়োজনে পাবনায় পালন করা হয়েছে কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৬ষ্ঠ প্রয়াণ দিবস। জেলা প্রশাসনের আয়োজনে সকালে পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসকসহ সাংস্কৃতিককর্মীরা। সেখান থেকে সুচিত্রা সেন স্মরণ পদযাত্রা বের হয়ে পাবনা টাউন গার্লস স্কুলে গিয়ে শেষ হয়।

পরে সেখানে স্মরণসভায় সুচিত্রা সেনের জীবনীর উপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ,অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান সহ অনেকে বক্তব্য দেন। অপরদিকে পাবনা প্রেসকাবে স্মরনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। পরিষদের সভাপতি সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারি হাইকমিশনার সঞ্জিব কুমারভাটি,অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,পাবনা প্রেসকাবের সভাপতি শিবজিৎ নাগ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আলী মূর্তুজা বিশ্বাস সনি, কলকাতার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক দেবারতী ভট্টাচার্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপস্থাপক শামীম চৌধুরী,পাবনা প্রেসকাবের সাধারন সম্পাদক আখিনুর ইসলাম রেমন সহ অনেকে।
বক্তারা বলেন, সুচিত্রা সেন অভিনয় শিখে অভিনয় করতে আসেননি। তিনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ একজন অভিনেত্রী। তার চলাফেরায় প্রতিটি অঙ্গ যেন কথা বলতো। কথা না বলেও যে অভিনয় করা যায় সুচিত্রা সেন সেটি প্রমাণ করে গেছেন। তিনি তার অভিনয় দিয়ে আজো দর্শক হৃদয়ে দাগ কেটে আছেন। তার স্মৃতি রক্ষায় সৃুচিত্রার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালার কাজ দ্রুত শেষ করার দাবি জানান বক্তারা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap