শিরোনামঃ

আজ মঙ্গলবার / ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ৭ই মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৮শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় সন্ধ্যা ৭:৫৯

পুলিশ এখন আস্থা ও মর্যাদার প্রতীক….পাবনায় র‌্যাব ডিজি

পাবনা প্রতিনিধি: পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদশক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশের পুলিশ এখন সারা বিশ্বে মর্যাদা ও আস্থার প্রতীক। পুলিশ এখন আর আগের পুলিশ নেই, তাদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা এখন অনেক বেড়েছে। বাংলাদেশ যেমন এগিয়েছে। পুলিশও তেমন এগিয়ে গেছে।

রোববার পাবনা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বর্ক্ততায় তিনি এ কথা বলেন।
পাবনা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদশক এম খুরশীদ হোসেন,

স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন,

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান সোহানী হোসেন, রানা প্রপার্টিজের চেয়ারম্যান রুহুল আমিন রানা বিশ্বাস, পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, ক্যাব জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান,

প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আইএইচসিআরএফ এর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবদুল জব্বারসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতির সহসভাপতি মিসেস জীশান মীর্জা। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ এর মধ্য দিয়ে দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap