শিরোনামঃ

আজ বৃহস্পতিবার / ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২রা মে ২০২৪ খ্রিস্টাব্দ / ২৩শে শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় রাত ১১:৩৭

নারী শিক্ষা

 ৷৷ আসমানী গুলতেকিন ৷৷ 

 

বাল্য বিয়ের খেলা ও ভাই বাল্য বিয়ের খেলা
বোয়াল মাছ থানা-পুলিশ,পুঁটি মাছ তার চেলা।

খোলসে মাছ নওশা হেথায় ডানকিনি মাছ কন্যা
ঝিলের মাঝে মহরতের বইছে খুঁশির বন্যা।

মলা মাছে গান ধরেছে,ট্যাংরা বাজাই ঢোল
টাকিমাছ বাজাই বাঁশি,তবলা বাজাই শোল।

মৃগেল মাছে নাচ ধরেছে দোতারাটার তালে
শিং মাছেতে সঙ সেজেছে রং মেখেছে গালে।

জর্দা-পোলাও রান্না করছে তেলাপিয়া মাছে
ভেদামাছ তাহার মধ্যে মরিচ গুড়া দিছে।

রুপচাঁদা মাছ কন্যা সাজাই,কাতলা বাঁধে চুল
কন্যার খোপায় শোভা পাচ্ছে হরেক রকম ফুল।

রুইমাছ গেছে সওদা কিনতে সঙ্গে কেহ নাই
এতো সওদা বইবে কেমনে উপায় নাহি পায়।

বাজি ধরে কৈ মাছটি উঠছে শিমুল গাছে
মওকা পেয়ে ঈগল পাখি ছোঁ মেরেছে তাকে।

বাহিরপানে বরযাত্রী আইছে বিয়ের সাজে
অন্দর-বাহির সব খানেতে বিয়ের বাদ্যি বাজে।

চৌকিদার পুঁটি মাছ বিয়েতে দেয় বাধা
বাল্য বিয়ের কুফল তোরা জানিস নারে গাধা?

থানা-পুলিশ বোয়াল মাছ হুঙ্কার দিয়ে বলে
দেশের আইন করলে ভঙ্গ ফেলবো যাঁতাকলে।

নারী-শিক্ষার সুফল তোমরা পাইতে যদি চাও
বাল্য বিয়ে বন্ধ করে শিশুকে স্কুলে পাঠাও।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap