শিরোনামঃ

আজ শুক্রবার / ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় দুপুর ২:০৫

চাটমোহরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সিনিয়র লাইনম্যান রনি মিয়ার (৪০) নামের একজনের মরমান্তিক মৃত্যু হয়েছে। নিহত লাইনম্যান রনি রাজশাহীর পবা উপজেলার ঝুজকাই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। বুধবার (২৭ জুলাই)  দুপুর ১২ টার দিকে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত আনসার ব্যারাকে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার জন্য পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্মরত সিনিয়র লাইনম্যান বিদ্যুতের  পোলে ওঠেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করায় কাজ করতে গিয়ে রনি বিদ্যুতায়িত হন। বিদ্যুতায়িত হয়ে মাজায় বেল্ট বাধা অবস্থায় বিদ্যুতের খুঁটির সাথে ঝুলতে থাকেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২০ মিনিট পরে ঝুলন্ত আবস্থা থেকে লাইনম্যান রানাকে নিচে নামিয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম, থানার ওসি মোঃ জালাল উদ্দিন, পবিস-১ এর কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত হন ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap