শিরোনামঃ

আজ মঙ্গলবার / ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২১শে মে ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই জিলকদ ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:০১

এ বছর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ শুরু হবে…স্বাস্থ্যমন্ত্রী

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছরেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নির্মাণ কাজ শুরু হবে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অডিটোরিয়ামে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা তিনটি জায়গা দেখেছি। আমার সঙ্গে সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন। আমরা নকশা প্রায় চূড়ান্ত করে এনেছি। এখন সার্ভে করার প্রয়োজন। এ জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কেও দরকার এবং ডিপিপি চূড়ান্ত হবে সার্ভের পর। এছাড়া তিনি বলেন, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্ভের কাজ একসঙ্গে হচ্ছে। সার্ভে হয়ে গেলেই আমরা প্রকল্পটি একনেকে নিয়ে যাব।

আশা করি নতুন করে অর্থ বরাদ্দ হয়ে যাবে। তখন দ্রুত সময়ের মধ্যেই আমরা অবকাঠামোগত কাজ শুরু করতে পারব। রামেক হাসপাতাল সব সময় অগ্রাধিকার পায় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালের আইসিইউ এর শয্যা দ্বিগুণ করে দেয়া হবে। বাড়ানো হবে শয্যা। কলেজে ডেন্টাল ইউনিট করার কথা হয়েছিল। অনুমোদনও দেওয়া হলেছিল। একটি গাড়ি দেওয়া হবে।

প্রয়োজনে অ্যাম্বুলেন্সও দেওয়া হবে। রামেক অধ্যক্ষ ডা. নওশের আলীর সভাপতিত্ব উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,পুঠয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডা. মুনসুর রহমান, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমুখ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap