শিরোনামঃ

আজ শুক্রবার / ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ / গ্রীষ্মকাল / ২৬শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ / ১৭ই শাওয়াল ১৪৪৫ হিজরি / এখন সময় বিকাল ৫:৩৫

আজ গণ মানুষের নেতা আব্দুল লতিফ মির্জা’র ১৫তম মৃত্যু বার্ষিকী

ডেস্ক : আজ ৫ই নভেম্বর রাজনীতির কিংবদন্তী, গন মানুষের নেতা আব্দুল লতিফ মির্জা কিংবদন্তী মুক্তিযোদ্ধা, সিরাজগন্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার,শ্রম ও কর্মসংস্হান মন্ত্রনালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সাবেক সভাপতি ও পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক আব্দুল লতিফ মির্জার
১৫ তম মৃত্যু বার্ষিকী, ২০০৭ সালের আজকের এই দিনে সিরাজগন্জে মৃত্যুবরন করেন।

১৯৪৭ সালের ২৫ শে জুন উল্লাপাড়া উপজেলার
লাহিড়ী মোহনপুর ইউনিয়নের পূর্ব বংকিরাট গ্রামের মির্জা মেনহাজ উদ্দিন ও লতিফা মির্জার ঘরে আব্দুল লতিফ মির্জা নামে এক শিশুর জন্ম হয়।

শিক্ষার প্রাথমিক পর্যায়ে আব্দুল লতিফ মির্জা
বংকিরাট প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনী পর্যন্ত, মোহনপুর কে এম ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাশ করে সিরাজগন্জ কলেজে ভর্তি হন। মোহনপুর ইনস্টিটিউশনে পড়া সময়ে ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল আন্দোলন স্হানীয় পর্যায়ে মিছিল মিটিংয়ে নেতৃত্ব দিয়েছিলেন।

১৯৬৩ সালে সিরাজগন্জ কলেজে পড়াকালীন
সময়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন আব্দুল লতিফ মির্জা। বাবা মির্জা মেনহাজ উদ্দিন তার সন্তান আব্দুল লতিফ মির্জা কে প্রতিমাসে হাত খরচের জন্য ৫ শ’ টাকা দিতেন। তখন একজন ছাত্রের ছাত্রাবাসে
প্রতিদিন দু’বেলা খাবার খরচ লাগতো এক টাকা।
বাবার পাঠানো টাকা কর্মীদের, গরীব ছাত্রদের সহায়তা, মিটিংয়ের রিক্সা ভাড়া,মাইক ভাড়া নিজের পকেট থেকে দেয়ায় ছাত্রদের মধ্যে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় নেতায় পরিনত হয়ে গিয়েছিলেন। আওয়ামীলীগের তৎকালীন নেতারা আমির হোসেন ভুলু, মোতাহার হোসেন তালুকদার,আনোয়ার হোসেন রতু, আব্দুল মমিন তালুকদার প্রমূখ নেতৃবৃন্দ সিরাজগন্জ কলেজের ছাত্র সংসদের নির্বাচনে আব্দুল লতিফ মির্জাকে ভিপি, আইনুল হক জিএস,ও আব্দুর রউফ পাতা কে এজিএস করে ছাত্রলীগের প্যানেল
দেয়া হয়েছিল। বিপুল ভোটে আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে ছাত্রলীগের পূর্ণ প্যানেল জয়ী হয়েছিল। ১৯৬৭ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৬৬ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপিত ৬ দফা দাবী
আদায়ে সিরাজগন্জ কলেজ সহ সমগ্র জেলায় আন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখায় ২৯৬৮ সালে সিরাজগন্জ কলেজ কর্তৃপক্ষ আব্দুল লতিফ মির্জা কে ফোর্স টিসি দিয়ে
দিয়ে বের করে দেয়া হয়। ভর্তি হন শাহজাদপুর কলেজে। শাহজাদপুরে আন্দোলন গড়ে তোলেন
আব্দুল লতিফ মির্জা।

এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে সংগ্রাম
পরিষদের ১১ দফা ও বঙ্গবন্ধু শেখ মুজিবের ৬ দফা
বাস্তবায়নের দাবীতে সিরাজগন্জে আমির হোসেন ভুলু’র নেতৃত্বে গন আন্দোলনে আব্দুল লতিফ মির্জা
পাশাপাশি ভূমিকা পালন করেছিলেন। ১৯৬৯ সালের সেই সময়ের গন আন্দোলন তীব্র হলে আওয়ামীলীগের নেতৃবৃন্দের হস্তক্ষেপে ছাত্র নেতৃবৃন্দের চাপ সৃষ্টিতে সিরাজগন্জ কলেজ কতৃপক্ষ আব্দুল লতিফ মির্জাকে আবার কলেজে ভর্তি করে নিতে বাধ্য হন। সেই সময়ে আন্দোলন সংগ্রামে আব্দুল লতিফ মির্জা হাত খরচের টাকার বাইরেও বাবা’র কাছ থেকে অতিরিক্ত টাকা এনে খরচ করতেন।

১৯৭০ সালের সংসদ নির্বাচনে আব্দুল লতিফ মির্জা আওয়ামীলীগ প্রার্থী এমএনএ আব্দুর রশিদ
তর্কবাগীশ ও এমসিএ প্রার্থী এড. গোলাম হাসনায়েন
নান্নু মিয়ার নির্বাচনে জনসভাগুলোতে বক্তব্য এবং মাঠ পর্যায়ে জন সংযোগে বাড়ি বাড়ি ঘুরে প্রার্থীদের জয়ের পিছনে ব্যাপক শ্রম দিয়েছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে স্বাধীনতা
যুদ্ধ শুরু হলে আব্দুল লতিফ মির্জা মুক্তিযুদ্ধে পলাশডাঙ্গা যুব শিবিরের নেতৃত্ব দিতে মাঠে নামেন।
পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে যাত্রা শুরু হয়েছিলো অস্ত্র ছাড়াই। এরপর সিরাজগন্জ মহকুমার সেই সময়ের মহকুমা প্রশাসক
শামসুদ্দিন আহমেদ সরকারি অস্ত্রের ভান্ডার খুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। সেই সময়ে পলাশডাঙ্গা যুব শিবিরের হাতে ৩০৩ রাইফেল ৮ টি ও মেশিনগান একটি। এই অস্ত্রের সাথে উল্লাপাড়া থানা থেকে লুট করা আনা অস্ত্র দিয়েই ৭১ সালের ২৪ শে এপ্রিল সিরাজগন্জ জেলার প্রথম যুদ্ধ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রীজে যুদ্ধ। এই সময়ে পাক সেনারা ট্রেনযোগে ঘাটিনা ব্রীজ পার হয়ে সিরাজগন্জ যাবার পরিকল্পনা করেছিলো। লতিফ মির্জার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের উপরে হামলে চালিয়ে
জয়ী হয়। এই যুদ্ধে অনেক পাক সেনা নিহত হয়েছিল।
এখানে কিছু অস্ত্র উদ্ধার হয়। এরপর ১৭ জুন কামারখন্দ থানার ভদ্রঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের
উপর পাকসেনারা হামলা করলে মুক্তিযোদ্ধারা পাল্টা গুলি চালালে ৫০/৬০ জন পাকসেনা মারা যায়। এখানে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল মাত্র ২৬ জন। যুদ্ধে ২ জন মুক্তিযুদ্ধা আহত হয়েছিল। এরপর নওগাঁ যুদ্ধ আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে পলাশডাঙ্গা যুব শিবিরের বিরত্ব দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। সেই সময়ে পলাশডাঙ্গা যুব শিবির শক্তিশালী এক বেসামরিক বাহিনীতে পরিনত হয়েছিল। যুদ্ধকালীন সময়ে আব্দুল লতিফ মির্জার ছদ্মনাম ছিল “স্বপন কুমার”।

১৯৭২ সালে জাসদ গঠন হলে আব্দুল লতিফ মির্জার নেতৃত্বে সিরাজগন্জ জেলায় প্রতিটি থানায় শক্তিশালী জাসদের অবস্হান গড়ে উঠেছিল। আব্দুল লতিফ মির্জাকে সম্বোধন করা হতো উত্তরবঙ্গের লাল সূর্য নামে। এরপর ১৯৭৯ সালে আব্দুল লতিফ মির্জা
জাসদ প্রার্থী হিসেবে উল্লাপাড়া নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর যোগ দিয়েছিলেন বাকশাল এ। ১৯৯১ সালের নির্বাচনে প্রথমে বাকশাল প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেও পরবর্তীতে আওয়ামীলীগ- বাকশাল জোটের নৌকা প্রতীকের প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। এরপর যোগদেন বাকশালের নেতা- কর্মী সহ আওয়ামীলীগে। ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল লতিফ মির্জা নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। সংসদে প্যানেল স্পিকার ও শ্রম ও কর্ম সংস্হান মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি মনোনীত হন। এই সময়ে আব্দুল লতিফ মির্জা সিরাজগন্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পরবর্তীতে সভাপতি ছিলেন।

About zahangir press

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share via
Copy link
Powered by Social Snap