প্রতিনিধি, রাজশাহী : বাংলাদেশের বৃহত্তম জীবন বীমা ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের মৃত্যুদাবির চেক প্রদান করা হয়েছে। রবিবার (০১-১০-২৩) দারুশা রাজশাহীর মৃত শফিকুল ইসলাম (ভাসান) এর মরণোত্তর দাবির চেক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় প্রধান কোম্পানীর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র ম্যানেজার মোঃ বুলবুল আহমেদ। এ সময় জহুরা খাতুনসহ গন্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের মৃত্যুর দাবির চেক ১০ লাখ ৯ হাজার ১৭ টাকার চেক তার সহধর্মিণী সাবিনা বেগমের হাতে প্রদান করা হয়।
